১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্বরেকর্ড স্পর্শ রিজওয়ানের, ক্যাচ না ফস্কালে হতো একক নজির

মোহম্মদ রিজওয়ান - ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। শুক্রবার অ্যাডিলেডে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৯ উইকেটে জিতেছে তারা। ওই ম্যাচেই বিশ্বরেকর্ড ছুঁলেন অধিনায়ক মোহম্মদ রিজওয়ান। তবে একটি লোপ্পা ক্যাচ না ফেললে বিশ্বরেকর্ডটি তার একারই হতো।

একটি এক দিনের ম্যাচে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির গড়েছেন রিজওয়ান। শুক্রবার ছয়টি ক্যাচ ধরেছেন তিনি। আর একটি ক্যাচ ধরলে একাই বিশ্বরেকর্ড করে ফেলতে পারতেন। কিন্তু অ্যাডাম জাম্পার সহজ ক্যাচ ধরতে পারেননি। এ দিন স্টিভ স্মিথ, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের ক্যাচ নেন রিজওয়ান।

এক ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড পাকিস্তানের দুই ক্রিকেটারের রয়েছে। ২০১৫ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সরফরাজ আহমেদ এবং ১৯৯৫ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে এই নজির রয়েছে মইন খানের।

বিশ্ব ক্রিকেটে চার বার এক ইনিংসে ছয়টি ক্যাচ ধরেছেন অ্যাডাম গিলক্রিস্ট। এ ছাড়া ইংল্যান্ডের অ্যালেক স্টুয়ার্ট, ম্যাট প্রায়র এবং জস বাটলার, দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার এবং কুইন্টন ডি’কক এবং স্কটল্যান্ডের ম্যাথু ক্রসের এই নজির রয়েছে।

এ দিন পাকিস্তানকে জিতিয়েছেন বোলারেরা। হারিস রউফ ২৯ রানে ৫ উইকেট নেন। শাহিন আফ্রিদি ২৬ রানে ৩ উইকেট নেন। রান তাড়া করার সময়ে সাইম আয়ুব (অপরাজিত ৮২) এবং আবদুল্লাহ শফিকের (৬৪) ইনিংস জিতিয়ে দেয় পাকিস্তানকে।


আরো সংবাদ



premium cement
ইউক্রেনকে আরো সহায়তা দিতে ব্লিংকেনের প্রতিশ্রুতি ইমরানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের কনভয়ে আগুন ভারতে 'বুলডোজার-শাসন' নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট ৪ উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা

সকল