০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আলজারি জোসেফ

আলজারি জোসেফ - সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে অদ্ভুতুড়ে এক ঘটনার জন্ম দিয়েছিলেন আলজারি জোসেফ। অধিনায়কের সাথে রাগ করে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি।

অগ্রহণযোগ্য এই আচরণ কেউ মেনে নিতে পারেনি। প্রধান কোচ ডেইরেন সামিও এই নিয়ে প্রকাশ করেন অসন্তোষ। একইসাথে এর জন্য যে জোসেফকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, সেটাও ছিল নিশ্চিত।

হলোও তাই। ম্যাচের পর ক্ষমা চেয়েও পার পাননি আলজারি জোসেফ। তবে শেষ রক্ষা হলো না। অপেশাদার আচরণের কারণে এই ক্রিকেটারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় একাধিকবার মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ। অধিনায়ক হোপের সাথে ফিল্ডিং সাজানো নিয়েই মূলত ঘটনার শুরু।

জোসেফ প্রথমবার বেরিয়ে যান ইনিংসের চতুর্থ ওভারের শেষে। যদিও শেষ পর্যন্ত ওই ওভারটি করেন জোসেফ। তবে ওভার শেষ হলে অধিনায়কের সাথে কথা না বলেই ফের মাঠ থেকেই বেরিয়ে যান তিনি।

এ সময় মাঠের বাইরে থাকা কোচ ড্যারেন স্যামি তাকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। জোসেফ মাঠে ঢোকেন ইনিংসের ষষ্ঠ ওভারে। মাঝে পঞ্চম ওভারে ১০ জন নিয়েই ফিল্ডিং করে ওয়েস্ট ইন্ডিজ।

ঘটনা এখানেই শেষ নয়। ১২তম ওভারে যখন তিনি ফের বল করছিলেন, তখন দু’টি মিসফিল্ডিংয়ের কারণে ইংল্যান্ড ২ রান নিলে আবারো রেগে মাঠ থেকে উঠে যান তিনি। অবশ্য পরে আবার ফিরে ১০ ওভার বোলিংয়ের কোটা পূরণ করেন জোসেফ।

জোসেফের এমন কাণ্ড ভালোভাবে নেননি কোচ ড্যারেন সামি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ক্রিকেট মাঠে এমন আচরণ অগ্রহণযোগ্য। আমরা সবাই বন্ধু হয়ে থাকব। আমি যে সংস্কৃতি তৈরির চেষ্টা করছি, সেখানে এটা মেনে নেয়া যায় না। এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলব।’


আরো সংবাদ



premium cement
স্বৈরাচার ও তার সহকারীরা জাতীয় দুশমন : এ টি এম মাছুম নেদারল্যান্ডসে ইসরাইলি ফুটবল সমর্থকদের ওপর হামলা সেনাপ্রধানের সাথে মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডারের সাক্ষাৎ সিলেটে বিজিবির হাতে কোটি টাকার চোরাই পণ্য আটক তরুণ-যুবকরা সিদ্ধান্ত নিয়েছে চাঁদাবাজমুক্ত দেশ গড়বে : ড. শফিকুল ইসলাম মাসুদ নির্বাচন নিয়ে চক্রান্ত চলছে, নানা খেলা চলছে : গোলাম পরওয়ার যুক্তরাষ্ট্র চায় ঢাকা ধর্মীয় স্বাধীনতাকে সম্মান করুক : মিলার নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন লজ্জার হারের দুঃখ ভুলে সামনে নজর মিরাজের বিএসএমএমইউর রেসিডেন্সি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বাংলার জমিনে ফিরিয়ে এনে হাসিনার বিচার করতে হবে : রফিকুল ইসলাম

সকল