আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ আলজারি জোসেফ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ নভেম্বর ২০২৪, ১৬:৫৮
ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে অদ্ভুতুড়ে এক ঘটনার জন্ম দিয়েছিলেন আলজারি জোসেফ। অধিনায়কের সাথে রাগ করে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি।
অগ্রহণযোগ্য এই আচরণ কেউ মেনে নিতে পারেনি। প্রধান কোচ ডেইরেন সামিও এই নিয়ে প্রকাশ করেন অসন্তোষ। একইসাথে এর জন্য যে জোসেফকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, সেটাও ছিল নিশ্চিত।
হলোও তাই। ম্যাচের পর ক্ষমা চেয়েও পার পাননি আলজারি জোসেফ। তবে শেষ রক্ষা হলো না। অপেশাদার আচরণের কারণে এই ক্রিকেটারকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
বুধবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় একাধিকবার মাঠ ছেড়ে বেরিয়ে যান জোসেফ। অধিনায়ক হোপের সাথে ফিল্ডিং সাজানো নিয়েই মূলত ঘটনার শুরু।
জোসেফ প্রথমবার বেরিয়ে যান ইনিংসের চতুর্থ ওভারের শেষে। যদিও শেষ পর্যন্ত ওই ওভারটি করেন জোসেফ। তবে ওভার শেষ হলে অধিনায়কের সাথে কথা না বলেই ফের মাঠ থেকেই বেরিয়ে যান তিনি।
এ সময় মাঠের বাইরে থাকা কোচ ড্যারেন স্যামি তাকে বোঝানোর চেষ্টা করলেও তাতে কাজ হয়নি। জোসেফ মাঠে ঢোকেন ইনিংসের ষষ্ঠ ওভারে। মাঝে পঞ্চম ওভারে ১০ জন নিয়েই ফিল্ডিং করে ওয়েস্ট ইন্ডিজ।
ঘটনা এখানেই শেষ নয়। ১২তম ওভারে যখন তিনি ফের বল করছিলেন, তখন দু’টি মিসফিল্ডিংয়ের কারণে ইংল্যান্ড ২ রান নিলে আবারো রেগে মাঠ থেকে উঠে যান তিনি। অবশ্য পরে আবার ফিরে ১০ ওভার বোলিংয়ের কোটা পূরণ করেন জোসেফ।
জোসেফের এমন কাণ্ড ভালোভাবে নেননি কোচ ড্যারেন সামি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ক্রিকেট মাঠে এমন আচরণ অগ্রহণযোগ্য। আমরা সবাই বন্ধু হয়ে থাকব। আমি যে সংস্কৃতি তৈরির চেষ্টা করছি, সেখানে এটা মেনে নেয়া যায় না। এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলব।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা