০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বড় জয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান

বড় জয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান - সংগৃহীত

প্যাট কামিন্সের কল্যাণে প্রথম ওয়ানডেতে একটুর জন্য পাড় পেয়ে যায় অস্ট্রেলিয়া। তবে এবার আর রক্ষা হলো না। ঘরের মাঠে অজিদের রীতিমতো উড়িয়ে দিয়েছে পাকিস্তান। হারিস রউফের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকেরা।

তিন ম্যাচ সিরিজেত প্রথম ওয়ানডেতে ২ উইকেটে হেরে যায় পাকিস্তান। তবে আজ শুক্রবার (৮ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২৩.৩ ওভার হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে।

অ্যাডিলেড ওভালে টসে হেরে আগে ব্যাট করে অস্ট্রেলিয়া। তবে ৩৫ ওভারে মাত্র ১৬৩ রানে গুটিয়ে যায় তারা। যা ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে অজিদের সর্বনিম্ন সংগ্রহ। বল হাতে হারিস রউফ ২৯ রানে নেন ৫ উইকেট, ২৬ রানে ৩ উইকেট নেন শাহিন আফ্রিদি।

জবাবে ২৬.৩ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতায় দু’দল।

টসে হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার কোনো জুটিই বেশিক্ষণ টিকতে পারেনি। সর্বোচ্চ ৩৮ রান যোগ হয় স্টিভ স্মিথ-জশ ইংলিসের চতুর্থ উইকেট জুটিতে। স্মিথ খেলেন সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস। ১৯ রান করেন ম্যাথু শর্ট। ১৮ রান করেন জশ ইংলিস।

দু’জনের উদ্বোধনী জুটিই আবদুল্লাহ শফিক ও সাইম আইয়ুবের উদ্বোধনী জুটিই অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয়। শফিক দেখে-শুনে খেললেও সাইম ছিলেন আগ্রাসী। তার ঝোড়ো ব্যাটিংয়ে ১৬ ওভারে স্কোর তিন অঙ্কের ঘরে পৌঁছায়।

আইয়ুব একপর্যায়ে সেঞ্চুরির সম্ভাবনাও জাগিয়ে তোলেন। তবে জাম্পার বল ওড়াতে গিয়ে হ্যাজলউডের ক্যাচ হয়ে থামতে হয় ৮২ রানে। ৭১ বলের ইনিংসে ৬টি ছক্কার সাথে ছিল ৫টি চার। তাতে থামে শফিকের সাথে ১৩৭ রানে উদ্বোধনী জুটি।

এরপর শফিক ও বাবর আজম মিলে শেষ নিশ্চিত করেন জয়। ফিফটি তুলে শফিক অপরাজিত থাকেন ৬৯ বলে ৬৪ রান করে। বাবর করেন ২০ বলে ১৫* রান।

পার্থে রোববার (১০ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচটা তাই রূপ নিলো অলিখিত ফাইনালে।


আরো সংবাদ



premium cement
‘পলিসি মেকার ও একাডেমিয়ানদের পারস্পরিক সম্পর্ক সমাজে কল্যাণ বয়ে আনবে’ নারায়ণগঞ্জে যুবদল নেতাকে হত্যার ঘটনায় স্ত্রী ও ভাগ্নে গ্রেফতার মানুষের আশা-প্রত্যাশা তিন মাসে খুব একটা পূরণ হয়নি : দুদু বোয়ালমারীতে যুবকের আত্মহত্যা অতিদ্রুত নির্বাচন দাবি করে শেষ হলো বিএনপির বিশাল র‌্যালি দেশকে কল্যাণরাষ্ট্র করতে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সেলিম উদ্দি ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন যারা সিরাজদিখানে ভাবীর পরকীয়া প্রেমে অন্ধ হয়ে বড় ভাইকে হত্যা ২৪ ঘণ্টার মধ্যে ইসরাইলি ঘাঁটিতে হিজবুল্লাহর দ্বিতীয় হামলা বরিশালে ২ কাউন্সিলরসহ গ্রেফতার ৫ বাংলাদেশে বাম রাজনীতির গতি-প্রকৃতি

সকল