০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের

মুশফিকুর রহিম - ছবি : বাসস

আঙুলের ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডেতে থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে আঙুলের ইনজুরিতে পড়েন মুশি।

দলের ফিজিও দেলোয়ার হোসেন জানান, ‘আফগানিস্তান ইনিংসের শেষের দিকে উইকেট কিপিং করার সময় বাম তর্জনীতে আঘাত পান মুশফিক।’

তিনি আরো বলেন, ‘ম্যাচের পর একটি এক্স-রে রিপোর্টে ডিআইপি জয়েন্টের কাছে তার বাম তর্জনীতে চিড় ধরা পড়েছে। মুশফিক পর্যবেক্ষনে আছেন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি। তার পরবর্তী অবস্থা এবং ইনজুরি থেকে সুস্থ হবার বিষয়ে পরে জানানো হবে।’

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে আফগানিস্তান ইনিংসের ৪৯তম ওভারে আঙুলে আঘাত পান মুশফিক।

মাত্র ১১ রানে শেষ সাত উইকেট হারিয়ে প্রথম ওয়ানডে ৯২ রানে হেরে যায় বাংলাদেশ।

৩ বলে ১ রান করে আফগানিস্তানের তরুণ অফ-স্পিনার আল্লাহ মোহাম্মদ গজানফারের ক্যারাম ডেলিভারিতে আউট হন মুশফিক। ম্যাচে ২৬ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপকে ধসিয়ে দিয়েছেন গজানফার।

সাধারণত ছয় নম্বরে ব্যাট করে থাকেন মুশফিক। কিন্তু কালকের ম্যাচে সাত নম্বরে ব্যাট করতে আসায় আলোচনার জন্ম দিয়েছে।

পরে জানা যায়, ব্যথা কমাতে প্রাথমিক চিকিৎসা নেন মুশফিক। যাতে অন্তত ব্যাট হাতে নামতে পারেন তিনি।

২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের পর এই প্রথম সাত নম্বরে ব্যাট করতে নামেন মুশফিক।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর।


আরো সংবাদ



premium cement
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ৫ সদস্যের পদত্যাগ ডেঙ্গু আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২০৯ নবাবগঞ্জে আড়াই বছর পর কবর থেকে ৩ যুবকের লাশ উত্তোলন শহীদ নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে স্বৈরাচারের ষড়যন্ত্রে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির অপচেষ্টা চলছে : নজরুল ইসলাম ‘সিপাহী-জনতার যুগপৎ বিপ্লব ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ’ আমি নভেম্বর বিপ্লব দেখেছি শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী : ভারত সরকারের মুখপাত্র ইসলামী ব্যাংকে গ্রাহকের আস্থা দুদক সংস্কার কমিশন, জন-প্রত্যাশা গাজীপুরের তুসুকা গ্রুপের ৬ কারখানার ২৩৯ শ্রমিক ছাঁটাই

সকল