০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা আবারো মুখোমুখি

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট ভারত ও দক্ষিণ আফ্রিকা আবারো মুখোমুখি - ছবি : সংগৃহীত

আগামীকাল শুক্রবার থেকে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ডারবানে বাংলাদেশ সময় রাত ৯টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।

চার মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দেখা হয়েছিল ভারত ও দক্ষিণ আফ্রিকার। ফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজের ফাইনাল খেলা দল থেকে বেশ কিছু পরিবর্তন হয়েছে দু’দলের মধ্যে।

দক্ষিণ আফ্রিকা এবারের দলে পাচ্ছে না সফল তিন বোলার কাগিসো রাবাদা, এনরিচ নর্টি এবং তাবরাইজ শামসিকে। এছাড়াও থাকছেন না উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক।

আসন্ন অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের জন্য দলের বেশির ভাগ প্রধান খেলোয়াড়দের পাচ্ছে না ভারত। বিশ্বকাপ জয়ী দল থেকে মাত্র চারজন বর্তমান দলে আছেন- অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং আর্শদীপ সিং।

ঠাসা সূচি ও কম সময়ের মধ্যে বেগ পেতে হয়েছে বলে জানান দক্ষিণ আফ্রিকার কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ এবং টেস্ট ম্যাচের কারনে বিশ্ব ক্রিকেটে ঠাসা সূচি রয়েছে। বিশ্বের অন্যান্য দলও দু’টি ভিন্ন ভিন্ন স্কোয়াড তৈরি করে থাকে। আমরাও একই রকম করতে চাই। দুই ক্ষেত্রে জয়ের জন্য আমরা যথেষ্ট শক্তিশালী দল।’

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার কারনে ডেভিড মিলার, হেনরিচ ক্লাসেন, মার্কো জানসেন ও কেশব মহারাজদের মতো সেরা খেলোয়াড়দের ছাড়াই গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে আইরিশদের সাথে ১-১ সমতায় সিরিজ শেষ করতে হয়েছিল প্রোটিয়াদের।

ভারত-দক্ষিণ আফ্রিকার এই সিরিজটি ২০২১-২২ মৌসুমে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সিরিজটি স্থগিত হয়েছিল।

এই সিরিজটি ভারতের তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের সেরা মঞ্চ। নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন রমনদীপ সিং, বিজয় কুমার ভিশক ও যশ দয়াল।

প্রোটিয়াদের বিপক্ষে ভালো পারফরম্যান্স করতে পারলে আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় নির্ধারিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামেও বড়সড় প্রভাব ফেলতে পারবেন তারা।

দক্ষিণ আফ্রিকা দল : আইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিল বার্টম্যান, জেরাল্ড কোয়েৎজি, ডোনোভান ফেরেরা, রেজা হেনড্রিক্স, মার্কো জানসেন, হেনরিচ ক্লাসেন (উইকেটরক্ষক), প্যাট্রিক ক্রুগার, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি এমপংওয়ানা, এনকাবা পিটার, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), আন্দিলে সিমেলেন, লুথো সিপামলা, (শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ ম্যাচ) এবং ট্রিস্টান স্টাবস।

ভারত দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংঙ্কু সিং, তিলক ভার্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, বিজয়কুমার ভিশক, আভেশ খান ও যশ দয়াল।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, ক্যাম্পাসে বিবাদের আভাস রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু

সকল