০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ১৯ জমাদিউস সানি ১৪৪৫
`

আফগানিস্তানকে ২৩৫ রানে বেঁধে ফেলল টাইগাররা

আফগানিস্তানকে ২৩৫ রানে বেঁধে ফেলল টাইগাররা - ছবি : সংগৃহীত

আফগানিস্তান ঘুরে দাঁড়ালেও তাদের বেশিদূর আগাতে দেয়নি টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে অলআউট হয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

আজকে খেলার শুরুতে তাসকিন-মোস্তাফিজের দাপটে চোখে সর্ষেফুল দেখতে থাকা দলটাকে মানসম্মত পুঁজি এনে দেন মোহাম্মদ নাবি। বিজ্ঞ এই অলরাউন্ডার বিপদে শক্ত হাতে ধরেন দলের হাল।

এই দিন মাত্র ৭১ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে আফগানরা। একটা সময় মনে হচ্ছিল হয়তো দ্রুতই গুটিয়ে যাবে তারা। তবে সেখান থেকে দলকে উদ্ধার করেন নাবি। দারুণ সঙ্গ দেন হাশমতুল্লাহ শাহিদি। সুবাদে ৪৯ দশমিক ৪ ওভারে ২৩৫ রান তুলে আফগানিস্তান।

শারজায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ (বুধবার) আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি।

তবে শুরুটা ভালো হয়নি তাদের। সাদিকুল্লাহ আতাল ও রাহমানুল্লাহ গুরবাজ উদ্বোধনী জুটি থামে মাত্র ৭ রানে। দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। দলকে প্রথম উদযাপনের উপলক্ষ দেন তাসকিন আহমেদ।

ভয়ঙ্কর হয়ে উঠার আগেই ফেরান রাহমানুল্লাহ গুরবাজকে। তিনিও উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৭ বলে ৫ রানে। অবশ্য এরপর রহমত শাহ ও আতাল মিলে যোগ করেন ২৩ রান।

তবে আফগানদের বেশিদূর আগাতে দেননি মোস্তাফিজুর রহমান। নিজের অষ্টম ওভার করতে এসেই ফিরিয়েছেন রহমত শাহকে। ১৩ বলে ২ রান করে রহমত ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে।

নিজের পরের ওভারে আরো ভয়ঙ্কর হয়ে উঠেন মোস্তাফিজ। এই ওভারে শিকার করেন জোড়া উইকেট। ৯ দশমিক ২ ওভারে থিতু হয়ে সাদিকুল্লাহ আতালকে ফেরান এলবিডব্লু ফাঁদে ফেলেন। আউট হবার আগে ৩০ বলে ২১ করেন আতাল।

৯ দশমিক ৫ ওভারে মোস্তাফিজের শিকার আজমতুল্লাহ ওমরজাই (০)। পাওয়ার প্লে শেষ হয় ৪ উইকেটে ৩৫ রানে। এরপর অধিনায়ক হাশমতুলাহ শাহিদি ও গুলবাদিন নাইব মিলে যোগ করেন আরো ৩৬ রান।

এই জুটি ভাঙেন তাসকিন। ২০তম ওভারের শেষ বলে নাইবকে ফেরান ২২ রানে। তাতে ৭১ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান। সেখান থেকেই দলের হাল ধরেন শাহিদি ও নাবি। শাহিদি দেখে-শুনে খেললেও নাবি খেলেন আগ্রাসীভাবে।

ষষ্ঠ উইকেট জুটিতে দু'জনে যোগ করেন ১২২ বলে ১০৪ রান। দু'জনেই তুলে নেন ফিফটি। শাহিদিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন মোস্তাফিজ। ৯২ বলে ৫২ করে আউট হন আফগান অধিনায়ক। তবে নাবি ছুটতে থাকেন শতকের পথে।

তবে ৪৭ দশমিক ৪ ওভারে শতক থেকে যখন মাত্র ১৬ রান দূরে। তখন তাসকিন ফেরান নাবিকে। ৭৯ বলে ৮৪ করে আউট হন এই আফগান অলরাউন্ডার। ততক্ষণে দুই শ' পেরিয়েছে দলের পুঁজি। শেষ দিকে খারোতি করেন ২৮ বলে ২৬* রান। মাঝে রশিদ খান আউট হন ১০ রানে।

তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন সমান চারটা করে উইকেট। অন্যটা শরিফুল ইসলামের।


আরো সংবাদ



premium cement