আফগানিস্তানের বিপক্ষে আগে বোলিংয়ে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০২৪, ১৫:৪৯
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। সময়ের হিসাবে প্রায় আট মাস পর। বিরতি ভেঙে ফেরার ম্যাচে শারজায় আফগানিস্তান দলের মুখোমুখি হয়েছে টাইগাররা। জয় দিয়েই রাঙাতে চায় প্রত্যাবর্তন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ বুধবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদির। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
এই ম্যাচ দিয়ে ইতিহাসের সাক্ষী হলেন নাজমুল হোসেন-রশিদ খানরা। ক্রিকেট ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করল শারজা ক্রিকেট স্টেডিয়াম।
এদিকে সুযোগ থাকলেও শেষ পর্যন্ত এমন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারলেন না নাসুম আহমেদ ও নাহিদ রানা। ভিসা জটিলতায় তারা এখনো যোগ দিতে পারেননি দলের সাথে। ফলে তাদের ছাড়াই সাজানো হয়েছে একাদশ।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা