আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ নভেম্বর ২০২৪, ১২:১৮
প্রায় আট মাস পর আজ বুধবার প্রিয় সংস্করণ ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
মাঠে কী হবে, তা নিয়ে ভাবনা তো আছেই; আছে জয়-পরাজয়ের দোলাচল। এর মাঝে দেখা দিয়েছে নতুন সংশয়। স্কোয়াডে থাকলেও এখনো দলের সাথে যোগ দিতে পারেননি নাসুম আহমেদ ও নাহিদ রানা। ভিসা জটিলতায় এখনো দেশেই আটকে আছেন তারা।
টেস্ট দলের অনেকটা নিয়মিত মুখ হলেও ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাহিদ রানা। দুর্দান্ত গতির এই পেসারকে নিয়ে হয়তো আফগান বধের কোনো পরিকল্পনা ছিল ফিল সিমন্সের। তবে একাদশে জায়গা পেতে তাকে লড়াই করতে হতো তাসকিন, শরিফুলদের সাথে।
তবে সাকিব আল হাসান না থাকায় একমাত্র বাঁ হাতি স্পিনার হিসেবে একাদশে জায়গা পাওয়া অনেকটা নিশ্চিত ছিল নাসুম আহমেদের। প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এই স্পিনার হতে পারতেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তের তুরুপের তাস।
তবে এখন পর্যন্ত তাদের আরব আমিরাত যাত্রা স্থবির হয়ে থাকায় অন্তত প্রথম ওয়ানডেতে খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। যদিও নাজমুল হোসেন শান্ত এখনো আশা দেখছেন।
ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার বলেন, ‘নাসুম এবং রানা চলে আসবে। আমি এখনো এটা ভালোভাবে বিশ্বাস করি (হাসি)। ক্রিকেট বোর্ড বিষয়টা ভালোভাবে দেখছে। এখনো যেহেতু ম্যাচটা শুরু হতে সময় আছে। আরেকটু আগে আসলে ভালো হতো। এটাতো আমাদের নিয়ন্ত্রণে নাই।’
তবে নাসুমরা যদি সত্যিই একাদশে ঠাঁই না পান, তার বিকল্পও ভেবে রেখেছে বাংলাদেশ অধিনায়ক। তিনি সেই ক্ষেত্রে লেগ স্পিনার রিশাদের উপরই রাখছেন আস্থা। বলেন, ‘ওদের ডানহাতি ব্যাটারদের সংখ্যা বেশি। বাঁহাতি স্পিনার না থাকলেও আমাদের রিশাদ আছে। যেভাবে টি-টোয়েন্টি ফরম্যাটটাতে বোলিং করছে, আমার কাছে মনে হয় ও খুব ভালো একটা অপশন হতে পারে আমাদের জন্য।’
এদিকে ইনিংস উদ্বোধনের জন্য লড়াই হতে পারে জাকির হাসান ও সৌম্য সরকারের মাঝে। মারপ্যাঁচে পড়ে যেতে পারেন তানজিদ হাসান তামিমও। চোটের কারণে লিটন দাস না থাকায় নিশ্চিত নয় কোনো প্রান্তই।
এদিকে অভিষেকের অপেক্ষায় আছেন জাকের আলি অনিক। ইতোমধ্যে বেশ কয়েকটি টেস্ট ও টি-টোয়েন্টি খেলে ফেলা এই ব্যাটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। যদিও মুশফিকুর রহিম থাকায় তার একাদশে জায়গা পাওয়া নিশ্চিত নয়।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা