২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লি’র রেকর্ড ভাঙলেন স্টার্ক

- ছবি : সংগৃহীত

ঘরের মাঠে ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লি’র রেকর্ড ভাঙলেন স্বদেশী মিচেল স্টার্ক।

সোমবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে ৩৩ রানে ৩ উইকেট নেন স্টার্ক। ফলে ঘরের মাঠে ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম ইনিংসে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন তিনি। এতে ভেঙে যায় লি’র রেকর্ড। ঘরের মাঠে ৫৫ ইনিংসে ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন লি।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। ঘরের মাঠে ৫৬ ইনিংসে ১০০ উইকেট শিকার করেছিলেন তিনি।

বিশ্বের ২৭তম বোলার হিসেবে ঘরের মাঠে ১০০ উইকেট শিকার করেছেন স্টার্ক।

ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট শিকারের বিশ্ব রেকর্ড দক্ষিণ আফ্রিকার পেসার শন পোলকের। ১২৫ ইনিংসে ১৯৩ উইকেট নিয়েছেন এই সাবেক পেসার।

১১৮ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৮৩ উইকেট আছে বাংলাদেশের স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১৬৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ৯৪ ইনিংসে বল করা লি।

স্টার্কের ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ৩৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্টার্ক।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
ট্রাম্প মনোনীত বিশেষ দূতের ইমরান খানের পক্ষের টুইট নিয়ে রাজনৈতিক জল্পনা ভারত ও চীনের সম্পর্কের বরফ এ বছর গলতে শুরু করেছে বে-টার্মিনালে দিনে ক্ষতি ১০ লাখ ডলার আরাফাতের জানাজায় আন্দোলনে আহত শিক্ষার্থীরা প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি : যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য হাসিনা এত পাপ করেছে যে পালানো ছাড়া পথ ছিল না : ফখরুল হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হলো না আরাফাতের ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ পূর্ণ শক্তি নিয়ে কাজে ফিরতে চায় পুলিশ শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি দিয়েছে ঢাকা

সকল