০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

ওয়াংখেড়ে টেস্টের নিয়ন্ত্রণ ভারতের হাতে

- ছবি : সংগৃহীত

দ্বিতীয় দিনেই যেন একদিকে কাৎ হয়ে পড়েছে ওয়াংখেড়ে টেস্ট। অবিশ্বাস্য কিছু না ঘটলে ভারত হাঁটছে জয়ের পথে। রবিচন্দ্রন আশ্বিন ও রবিন্দ্র জাদেযা মিলে বল হাতে টানছেন দলকে। ব্যাট হাতে কোহলি-রোহিতরা জ্বলে উঠলেই হয় এবার।

ওয়াংখেড়েতে শুক্রবার সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। আগে ব্যাট করে বেশিদূর যেতে পারেনি কিউইরা, ২৩৫ রানেই শেষ হয় তাদের ইনিংস। জবাব দিতে নেমে বেশিদূর যেতে পারিনি ভারতও, ২৬৩ রানে শেষ হয় তাদের ইনিংস।

ভারতের ২৮ রানের সেই লিড ভাঙলেও ভালো অবস্থানে নেই নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৭১ রান তুলতেই হারিয়েছে ৭ উইকেট। লিড ভাঙার দ্বিতীয় দিনে তাদের পুঁজি এসে ১৪৩ রান।

ওয়াংখেড়ে টেস্টে ৪ উইকেটে ৮৬ রান নিয়ে গতকাল প্রথম দিনের খেলা শেষ করেছিল ভারত।
আজ শনিবার দ্বিতীয় দিনে অবশ্য শুরুটা দারুণ করেছিল স্বাগতিকেরা। শুভমান গিল ও রিশাভ পান্ত মিলে করেন পাল্টা আক্রমণ।

সুবাদে ১৮০ রানে এসে পঞ্চম উইকেট হারায় ভারত। ৫৯ বলে ৬০ রান করে ফেরেন রিশাভ পান্ত। শুভমান গিল ছিলেন অবশ্য শতকের পথে, যদিও শেষ পর্যন্ত ৯০ রানেই থামতে হয় তাকে। মাঝে জাদেযা ১৪ ও সরফরাজ খান ফেরেন ০ রানে।

গিল ২২৭ রানে অষ্টম ব্যাটার হিসেবে আউট হলে দলকে ২৬৩ পর্যন্ত নিয়ে যান ওয়াশিংটন সুন্দর। এই ব্যাটার ৩৬ বলে করেন অপরাজিত ৩৮* রান। কিউইদের হয়ে ৫ উইকেট নেন এজাজ প্যাটেল।

২৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই টম লাথমের (১) উইকেট হারায় নিউজিল্যান্ড। ৪৪ রান তুলতেই হারায় আরো জোড়া উইকেট, ফেরেন ডেভন কনওয়ে ২২ ও রাচিন রাবিন্দ্র ৪ রানে।

এরপর উইল ইয়ং ও ডেরিয়েল মিচেল মিলে হাল ধরার চেষ্টা করলেও জুটিতে ৫০ রানের বেশি আসেনি। মিচেল ২১ রানের বেশি করতে পারেননি। এরপর টম ব্লান্ডেল ফেরেন দ্রুত (৪)। ১০০ রানে ৫ উইকেট হারায় কিউইরা।

এরপর গ্লেন ফিলিপসের সাথে মিলে আরো ৩০ রান যোগ করেন উইল ইয়ং। ফিলিপস ২৬ রানে ফিরলে আর সাথী পাননি ইয়ং। দলীয় ১৫০ রানে অষ্টম ব্যাটার হিসেবে ফেরেন ১০০ বলে ৫১ করে।

শেষ দিকে ম্যাট হেনরি করেন ১০ রান। ৭ রান নিয়ে দিন শেষ করেছেন এজাজ, সাথে থাকা উইলিয়াম রানের খাতা খুলতে পারেননি।

ভারতের হয়ে এই ইনিংসেও জ্বলে উঠেন জাদেযা। আগের ইনিংসে ৫ উইকেট নেয়া এই অলরাউন্ডার এবার এখন পর্যন্ত নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট নিয়েছেন আশ্বিন।


আরো সংবাদ



premium cement