প্যাটেলের ধাঁধায় সেঞ্চুরি হাতছাড়া গিলের, বড় লিড তুলতে ব্যর্থ ভারত
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ নভেম্বর ২০২৪, ১৪:৫৭
কোনো ইনিংসে ব্যর্থ প্রথম সারির ব্যাটাররা। কখনো বা ভোগাচ্ছে নিচের দিকের ব্যাটার। সহজ কথায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এটাই ভারতের ব্যাটিং পারফরম্যান্স। তৃতীয় টেস্টে মুম্বাইয়ে চিত্র খুব একটা বদলাল না।
মধ্যাহ্ন বিরতির সময় ভারত পিছিয়ে ছিল মাত্র ৪০ রানে। হাতে ছিল ৫ উইকেট। সেখান থেকে কোনো মতে ২৮ রানের লিড নিলো টিম ইন্ডিয়া।
আজাজ প্যাটেলের স্পিনের ধাঁধায় গিল, সরফরাজ, অশ্বিনরা বন্দী হয়ে গেলেন। তিনি পেলেন ৫ উইকেট। ৯০ রানে আটকে গেলেন শুভমান গিল। ভারতের ইনিংস থামল ২৬৩ রানে। শেষের দিকে সুন্দরের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ২৮ রানের লিড নিতে পারল ভারত।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংস থামে ২৩৫ রানে। তার মধ্যে জাদেজার শিকার ৫টি উইকেট, সুন্দর তোলেন ৪ উইকেট। লক্ষ্য খুব একটা বড় নয়। ব্যাটিং ব্যর্থতা না ভোগালে সহজেই বড় রানের লিড নেয়া যেত।
সেই পথ করেও দিয়েছিলেন শুভমান গিল ও ঋষভ পন্থ। কিন্তু মধ্যাহ্ন বিরতির সামান্য আগেই আউট হয়ে যান পন্থ। তিনি করেন ৬০ রান। এর আগে ৩৬ বলে ঝোড়ো হাফসেঞ্চুরি করেন তিনি। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম হাফসেঞ্চুরি। ফলে বাকি দায়িত্ব ছিল টেল এন্ডারদের কাঁধে।
মুম্বাইয়ের প্রবল গরমে ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গিল। কিন্তু বিপরীতে দাঁড়াতে পারলেন না জাদেজা, সরফরাজ, অশ্বিনরা। গিলকে ৯০ রানে ফেরালেন আজাজ প্যাটেল। অশ্বিন, সরফরাজকেও আউট করলেন তিনি। শেষের দিকে ঝোড়ো ইনিংস খেললেন ওয়াশিংটন সুন্দর। বড় লিডের স্বপ্ন দেখতে শুরু করে ভারত। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে রানআউট হলেন আকাশ দীপ। ভারতের ইনিংস থেমে গেল ২৬৩ রানে। লিড মাত্র ২৮ রান।
সূত্র : সংবাদ প্রতিদিন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা