০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানি ১৪৪৬
`

নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুটিয়ে দিয়েও অস্বস্তিতে ভারত

নিউজিল্যান্ডকে ২৩৫ রানে গুটিয়ে দিয়েও অস্বস্তিতে ভারত - সংগৃহীত

দিনটা হয়তো নিজেদের করেই রাখতে পারতো ভারত। সেই পথেই দলকে রেখেছিলেন ওয়াশিংটন সুন্দর ও রবিন্দ্র জাদেযা। তবে শেষ বিকেলে এসে এলোমেলো ব্যাটিং-রানিংয়ে দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদ বাড়িয়েছে স্বাগতিকরা।

ওয়াংখেড়েতে শুক্রবার সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। আগে ব্যাট করে বেশিদূর যেতে পারেনি কিউইরা। ২৩৫ রানেই শেষ হয় তাদের ইনিংস। জবাব দিতে নেমে ভালো নেই ভারতও। ৪ উইকেটে তুলেছে ৮৬ রান।

প্রথম দিনেই নিউজিল্যান্ডকে অলআউট করার অন্যতম কারিগর রবিন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। জাদেজা ৬৫ রানে নিয়েছেন ৫ উইকেট আর সুন্দরের ঝুলিতে গেছে ৪ উইকেট।

সুন্দরের বোলিং তোপে ৭২ রানে প্রথম ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। যেখানে টম লাথামের ২৮ রান কেবল বলার মতো স্কোর। তবে চতুর্থ উইকেটে ড্যারিল মিচেল ও উইল ইয়াংয়ের ৮৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। তবে সেই জুটিও বেশিদূর যেতে দেননি জাদেযা-সুন্দর।

কিউইরা শেষ ৭ উইকেট হারায় নাত্র ৭৬ রানে। ডেরিয়েল মিচেলের ৮২ ও উইল ইয়াংয়ের ৭১ রানের ইনিংস ছাড়া তেমন কিছু করতে পারেননি আর কোনো কিউই ব্যাটসম্যান। ছয়জনই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

জবাব দিতে নেমে জীবন পেয়েও বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত শর্মা। ভারতীয় অধিনায়ক ফেরেন ১৮ রান করে। তবে ২৫ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর জয়সওয়াল ও শুভমান গিল মিলে গড়েন ৫৩ রানের জুটি।

তবে দিনের খেলার একদম শেষদিকে ব্যক্তিগত ৩০ রানে জয়সওয়াল আউট হলে বড় ধাক্কা খায় স্বাগতিকেরা। ১৭.২ ওভারে তাকে বোল্ড করেন এজাজ প্যাটেল। পরের বলেই নাইট ওয়াচম্যান হিসেবে নামা রবিচন্দ্রন আশ্বিনকেও ফেরান এজাজ।

৭৮ রানে ৩ উইকেট হারানো ভারত শেষ ওভারে অদ্ভুতভাবে হারায় বিরাট কোহলির উইকেট। তিন বল বাকি থাকতে পাগলাটে এক সিদ্ধান্তে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন কোহলি (৪)। তবে ৩১ রানে অপরাজিত আছেন গিল।


আরো সংবাদ



premium cement