এবার লুইস ঝড়ে নাস্তানাবুদ ইংল্যান্ড
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ নভেম্বর ২০২৪, ১১:২৩
এবার লুইস ঝড়ে নাস্তানাবুদ ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তার বিধ্বংসী ব্যাটিংয়ে সহজ জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও জয়ের পথ দেখিয়েছেন বোলাররাই, মুতি-জোসেফরা ইংলিশদের আটকে দিয়েছেন সাধ্যের মধ্যেই।
বৃহস্পতিবার অ্যান্টিগায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে এভিন লুইসের ৬৯ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংসে বৃষ্টি আইনে ৮ উইকেটের জয় পায় ক্যারিবীয়রা।
যেখানে আগে ব্যাট করে ৪৫ দশমিক ১ ওভারে ২০৯ রানে গুটিয়ে যায় ইংলিশরা। জবাবে বৃষ্টি আইনে ক্যারিবীয়দের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১৫৭ রানের। যা ২ উইকেট হারিয়ে ২৫ দশমিক ৫ ওভারেই পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
টসে হেরে ব্যাট করতে নামা ইংল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে। তিন অংকে যাওয়ার আগেই হারায় ৪ উইকেট। বড় ইনিংস খেলতে পারেননি কেউই। প্রথম ছয় ব্যাটসম্যানের সবাই ন্যূনতম ২৭ বল খেলেছেন, কিন্তু কারো ইনিংসই ৫০ পার হয়নি।
সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক লিভিংস্টোনের ব্যাট থেকে। জেকব বেথেল করেন ২৭ রান। এরপর শেষ দিকে স্যাম কারানের ৩৭ ও আদিল রাশিদের ১৫ রানে দুই শ’ পাড়ি দেয় ইংল্যান্ড।
বল হাতে সবচেয়ে বেশি ভুগিয়েছেন গুড়াকেশ মোতি। ৪৬ রানে নেন ৪ উইকেট নেন তিনি। দুইটি করে উইকেট পান ম্যাথু ফোর্ড, জেইডেন সিলস ও আলজারি জোসেফ।
জবাব দিতে নেমে ১৯ দশমিক ১ ওভারের উদ্বোধনী জুটিতেই জয় দেখে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিংকে দর্শক বানিয়ে এভিন লুইস একাই টানেন দলকে। দুইজনের জুটিতে যোগ হয় ১১৮ রান।
ব্রেন্ডন কিং ৫৬ বলে ৩০ রানে আউট হলে ভাঙে এই জুটি। তবে লুইস ছিলেন শতকের পথেই। তবে সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে রশিদকে উড়িয়ে মারতে গিয়ে থেলের হাতে ধরা পড়লে থামে তার ৯৪ রানের ইনিংস।
এরপর ক্যাসি কার্থি (১৯) ও শাইহোপ (৬) মিলে নিশ্চিত করেন জয়। ক্যারিবীয়রা পরিবর্তিত লক্ষ্যে পৌঁছে যায় ৫৫ বল হাতে রেখে। তাতে সিরিজেও ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা