৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬
`

চট্টগ্রাম টেস্টে মহাবিপদে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টে মহাবিপদে বাংলাদেশ - সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিন যেখানে শেষ করেছিল বাংলাদেশ, সেখান থেকেই যেন তৃতীয় দিনের খেলা শুরু করল স্বাগতিকরা। কিছু বুঝে ওঠার আগেই অনবরত হারিয়েছে উইকেট। বেড়িয়ে এসেছে বাংলাদেশের ইনিংসের লেজ।

খেই হারিয়েছে একদম শুরু থেকেই। দিন শুরুর প্রথম ৬ ওভারেই হারিয়েছে আরো ৪ উইকেট। সব মিলিয়ে মাত্র ১৫ ওভারেই ৮ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। অথচ রান তখনো ৫০ পেরোয়নি।

৪ উইকেটে ৩৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিন শুরু করেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তবে এদিন মাত্র ৮ রান যোগ করতে পারেন দু’জনে, আঘাত হানেন রাবাদা।

বাংলাদেশ অধিনায়ক ফেরেন ১৭ বলে ৯ রান নিয়ে। পরের ওভারেই মুশফিকুর রহিমকে ফেরান পিটারসেন। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটার আজ আর ভরসা হতে পারেননি, ফেরেন ডাক মেরে।

পরের ওভারে আরো ভয়ঙ্কর রূপে দেখা দেন রাবাদা। এবার জোড়া শিকার তার। প্রথমে মিরাজকে ১ ও পরে অভিষিক্ত মাহিদুল ইসলামকে দেন ডাকের স্বাদ। তাতে মাত্র ৪৮ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ।

এদিকে ৫ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রাবাদা। পিটারসেন নেন ২ উইকেট।

এই মুহূর্তে দলকে খানিকটা টানছেন মুমিনুল হক। তাইজুল ইসলামকে নিয়ে অন্তত রানটা তিন অঙ্কের ঘরে পৌঁছে দেয়ার জন্য চেষ্টা করছেন তিনি। মুমিনুল ২৪ ও তাইজুল ব্যাট করছেন ১০ রানে।

তাদের দু’জনের ইনিংস সর্বোচ্চ ২৮ রানের জুটিতে ৮ উইকেটে এখন পর্যন্ত ৭৬ রান তুলেছে বাংলাদেশ। লিড ভাঙতেই এখনো প্রয়োজন ৪৯৯ রান।


আরো সংবাদ



premium cement
ক্ষমতাসীন দলের আমন্ত্রণে চীন যাচ্ছেন বিএনপির ৪ নেতা জীবননগরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালাল নারী আসামি এসিআই ফুডস অ্যান্ড কমোডিটির চিফ বিজনেস অফিসার ফারিয়া ইয়াসমিন গাজা যুদ্ধ : ১১ নভেম্বর আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে সৌদি আরব জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সিভিল সার্জনের মতবিনিময় ট্রফি নিয়ে ঢাকায় পৌঁছলেন সাফজয়ী নারীরা হজ অ্যাজেন্সিস অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত বহাল ‘ইসরাইলি কারাগারে আমাকে সাংবাদিক নয়, শত্রু হিসেবে গণ্য করা হয়েছে’ ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু যশোরে গৃহবধূর লাশ উদ্ধার

সকল