চট্টগ্রাম টেস্টে অবিশ্বাস্য কিছুর আশায় বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৩৬, আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ১১:০১
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষেই আতঙ্ক বাসা বেঁধেছে সমর্থকদের মনে। দিনের শেষ বেলায় বাংলাদেশ দল যা দেখিয়েছে, তাতে আতঙ্কিত না হয়ে উপায় আছে! দুশ্চিন্তার কালো মেঘে ছেঁয়ে গেছে আকাশ।
যে উইকেটে দক্ষিণ আফ্রিকা প্রায় দু’দিন ব্যাট করে ৬ উইকেটে ৫৭৫ করে ইনিংস ঘোষণা করে, সেখানেই বাংলাদেশ দল মাত্র ৯ ওভার ব্যাট করেই হারিয়েছে ৪ উইকেট! তুলেছে মাত্র ৩৮ রান।
দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে খেলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে প্রোটিয়ারা। তবে শুরু থেকেই টাইগার বোলারদের পাত্তাই দেয়নি তারা, শাসন করতে থাকে তাইজুল-মিরাজদের।
শেষ পর্যন্ত ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। যা ২০১৩ সালের পর এশিয়ায় তাদের প্রথম পাঁচ শ’ পেরোনো ইনিংস। আর দলের হয়ে শতক হাঁকিয়েছেন ডি জর্জি (১৭৭), স্টাবস (১০৬) ও মুল্ডার (১০৫)।
জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমেই পড়েছে বিপদে, ৯ ওভারে মাত্র ৩৮ রান করতেই হারিয়েছে ৪ উইকেট। টাইগাররা এখনো পিছিয়ে আছে ৫৩৭ রানে। এখন যেভাবে খেলছে বাংলাদেশ, তাতে দেখা দিয়েছে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা।
এখন কেবল অঘটন ঘটলেই সম্ভব বাংলাদেশের ম্যাচে ফেরা। চট্টগ্রাম টেস্টের নিয়ন্ত্রণ নিতে মুমিনুল-মুশফিকদের অবিশ্বাস্য কিছু করতে হবে। নতুন ইতিহাস গড়তে হবে। যা সহজ নয় মোটেও।
দিন শেষে সংবাদ সম্মেলনে দলের স্পিন কোচ মোশতাক আহমেদও তেমনি অলৌকিক কিছুর প্রত্যাশাই যেন করে গেলেন। বললেন, ক্রিকেট অদ্ভুত খেলা। আজ (বৃহস্পতিবার) তৃতীয় দিনে তেমনি অদ্ভুত কিছুর সন্ধানে থাকবে বাংলাদেশ।
কতটা পারবে তা সময়ই বলে দেবে। তবে এখান থেকেও যে বাংলাদেশ লড়াই করার ক্ষমতা রাখে তা বিশ্বাস রাখা যায়। তাছাড়া মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মিরাজরা এখনো আছেন মাঠে।
যদিও দিনের শুরুটা হবে গুরুত্বপূর্ণ। দাঁতে দাঁত চেপে পাড়ি দিতে হবে প্রথম সেশন।
বুধবার আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয় দিনের খেলা। ফলে আজ তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগেই, ৯টা ৪৫ মিনিটে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা