জাতীয় দলের সহকারী কোচ সালাউদ্দিন
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ অক্টোবর ২০২৪, ০৯:১৩
ক্রিকেটপাড়ায় অনেক দিন ধরেই গুঞ্জন, বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। এবার সেই গুঞ্জন সত্য হওয়ার পথে। ফিল সিমন্সের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
যদিও এখনো আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। ক্রিকেট বোর্ড প্রকাশ না করলেও বিভিন্ন সূত্রে জানা গেছে, সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিনকে দায়িত্ব দেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে সহকারী কোচের ইস্যুসহ আরো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনায় বসেন পরিচালকেরা। বিসিবির এই বোর্ড সভাতেই সালাউদ্দিনকে ফিল সিমন্সের সাথে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
সব কিছু ঠিক থাকলে আফগানিস্তান সিরিজ থেকেই সিমন্সের সহকারীর দায়িত্ব পেতে পারেন মোহাম্মদ সালাউদ্দিন। যদিও তার মেয়াদকাল জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আপাতত চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত হতে পারে তার চুক্তি।
এর আগেও বাংলাদেশ দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে সালাউদ্দিনের। ২০০৬ সালে জাতীয় দলের সহকারী কোচ হন সালাউদ্দিন, কাজ করেন ২০০৮ সাল পর্যন্ত। এরপর ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেন ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা