৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ অক্টোবর ২০২৪, ১৬:২০, আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ১৬:৪১
এশিয়ার কোনো মাঠে ২০১৩ সালের পর এই প্রথম পাঁচ শতাধিক রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। বেশ ভালোভাবেই ছুটছিল বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার দৌড়ে। তবে ইনিংস ঘোষণা করায় শেষ পর্যন্ত তা আর হয়নি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা। ১৪৪.২ ওভার ব্যাট করে ৬ উইকেটে ৫৭৭ রান তুলে শেষ করেছে ইনিংস। শতক হাঁকিয়েছেন তিনজন।
২০০৮ সালে চট্টগ্রামের এই মাঠেই বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৫৮৭ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকা দল। ১৬ বছর পর এই রেকর্ড টপকে যাওয়ার সহজ সুযোগ থাকলেও ইনিংস ঘোষণা করায় ১০ রান আগেই তা আটকে যায়।
অপরদিকে প্রায় দু’দিন বল করেও ৬ উইকেটের বেশি নিতে পারেননি তাইজুল-মিরাজরা। যেখানে একাই ৫ উইকেট নেন তাইজুল। যা তার টেস্ট ক্যারিয়ারে ১৪তম ফাইফার। অন্য উইকেট নাহিদ রানার।
হতাশার প্রথম দিন শেষে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ঘণ্টায় কোনো উদযাপনের উপলক্ষ পায়নি স্বাগতিকরা। উল্টা ডি জর্জি ও বেডিংহাম হয়ে উঠেন ভয়ের কারণ।
ক্যারিয়ার সেরা ১৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ডি জর্জে বুধবার সকাল সকাল পৌঁছে যান দেড় শ’ রানের মাইলফলকে। বেডিংহামও কম যাননি, ১৮ রান নিয়ে দিন শুরু করা এই প্রোটিয়া তুলে নেন ফিফটি।
১৪৮ বলে ১১৬ রান তোলেন তারা। তবে বেডিংহামকে ফিরিয়েই এই জুটি ভাঙেন তাইজুল। ৯৮.২ ওভারে বেডিংহাম আউট হন ৫৯ রানে। নিজের পরের ওভারে এসে ডি জর্জিকেও ফেরান তাইজুল।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলা জর্জি আউট হন ২৫৯ বলে ১৭৭ রান করে। পরের ওভারে আবারো আঘাত হানেন এই স্পিনার, কাইল ভেরেইনাকে ফিরিয়ে পূরণ করেন ৫ উইকেটের মাইলফলক। যা তার টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফাইফার।
মধ্যাহ্ন বিরতির পরপর নাহিদ রানার আঘাতে ষষ্ঠ উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। তাইজুলের পর দ্বিতীয় বোলার হিসেবে উদযাপনের উপলক্ষ এনে দেন রায়ান রিকেল্টনকে (১২) ফিরিয়ে। ৪২৩ রানে ৬ উইকেট হারায় প্রোটিয়ারা।
এরপর থেকেই মুল্ডার ও ম্যাথুসামি হয়ে উঠেন গলার কাঁটা। ওয়ানডে গতিতে রান তুলছেন দু’জনে। বাংলাদেশের জ্বালা বাড়িয়ে সপ্তম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ১৫৪ রানের জুটি গড়েন তারা। এরপর ১৪৫তম ওভারে ৯৯ রানে দাঁড়িয়ে ছক্কা হাঁকিয়ে শতক পূরণ করেন মুল্ডার।
এরপরেই ইনিংস ঘোষণা করেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।
এর আগে মঙ্গলবার প্রথম দিনে এইডেন মার্করাম ৩৩ রান করে শুরুতে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। স্টাবস ১০৬ রানে ফিরলে ভাঙে দুই শতাধিক রানের দ্বিতীয় উইকেট জুটি।
তবে জর্জি এখন ছুটছেন দ্বি-শতকের সন্ধানে। সেদিন জোড়া উইকেট নেন তাইজুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা