শক্ত হচ্ছে প্রোটিয়াদের ভিত
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩৮, আপডেট: ৩০ অক্টোবর ২০২৪, ১২:৩৩
দক্ষিণ আফ্রিকার ভিত শক্ত হচ্ছে। বড় সংগ্রহের দিকে হাঁটছে তারা। দ্বিতীয় দিনেও পরিবর্তন আসেনি চরিত্রে, প্রোটিয়ারা এগোচ্ছে কোনো বাঁধা ছাড়াই। ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।
হতাশার প্রথম দিনশেষে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে এখনো কোনো উদযাপনের উপলক্ষের দেখা পায়নি স্বাগতিকরা। উল্টো ডি জর্জি ও বেডিংহাম হয়ে উঠেছেন ভয়ের কারণ।
ক্যারিয়ার সেরা ১৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ডি জর্জে (বুধবার) সকাল সকাল পৌঁছে যান দেড় শ' রানের মাইলফলকে। বেডিংহামও কম যাননি, ১৮ রান নিয়ে দিন শুরু করা এই প্রোটিয়া তুলে নিয়েছেন ফিফটি।
ডি জর্জে ২৫৬ বলে ১৬৬ রানে ব্যাট করছেন, বেডিংহাম অপরাজিত আছেন সমান ৫০ রানে। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৯৮ ওভারে ২ উইকেটে ৩৯০ রান। অকাতরে রান দিচ্ছেন রানা-মিরাজরা।
এর আগে গতকাল মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ৩৩ রান করে শুরুতে ফিরলেও সেঞ্চুরি তুলে নেন ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস।
স্টাবস ১০৬ রানে ফিরলে ভাঙে দুই শতাধিক রানের দ্বিতীয় উইকেট জুটি। তবে জর্জি এখন ছুটছেন দ্বিশতকের সন্ধানে। জোড়া উইকেট নেন তাইজুল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা