৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬
`

কঠিন চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ

কঠিন চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনে মাঠে নামবে বাংলাদেশ - সংগৃহীত

কঠিন চ্যালেঞ্জ নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। হতাশাময় প্রথম দিন শেষে আজ বুধবার নতুন কিছুর অপেক্ষায় টাইগাররা। অবিশ্বাস্য কিছু করে ফিরতে চায় ম্যাচে।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা মোটেও ভালো যায়নি বাংলাদেশের। টসে জিতে আগে ব্যাট করে প্রোটিয়ারা রীতিমতো শাসন করেছে তাইজুল-মিরাজদের। দিনভর বল করেও নিতে পারেনি ২ উইকেটের বেশি।

দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। যেখানে দারুণ শুরু পেয়েছে প্রোটিয়ারা। প্রথম দিন শেষে তুলেছে ২ উইকেটে ৩০৭ রান।

দ্বিতীয় দিনে তাই বেশ কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। যেকোনো মূল্যে ফেরাতে হবে ১৪১ রান নিয়ে দিন শুরু করতে যাওয়া টনি ডি জর্জিকে। তবে শুধু জর্জি নয়, বেশ কয়েকটি টানা আক্রমণে ভেঙে দিতে হবে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপ। সম্মুখ থেকে যেখানে নেতৃত্ব দিতে হবে পেসারদেরই।

দিনের শুরুতে সকালের আবহাওয়া কাজে লাগিয়ে তুলে নিতে হবে বেশ কয়েকটি উইকেট। এমনটাই প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান কোচ গিল সিমন্স।

সিমন্স বলেছেন, ‘এই মুহূর্তে আমাদের দলের আলোচনা হচ্ছে আগামীকাল (মঙ্গলবার) সকালে এসেই দ্রুত উইকেট নেয়ার চেষ্টা করতে হবে এবং আমাদেরকে এমন একটা অবস্থায় নিয়ে যেতে হবে, যেন তাদের আমরা অলআউট করতে পারি। কিভাবে ঘুরে দাঁড়াতে পারি সেটার পথ খুঁজে বের করতে হবে।’

দ্বিতীয় দিনের খেলা শুরু সকাল ১০টায়।


আরো সংবাদ



premium cement