২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান, সাথে আছেন আগা সালমান

- ছবি : সংগৃহীত

অনেকদিন ধরেই পাকিস্তান ক্রিকেটে নেতৃত্ব নিয়ে চলছে দোলাচল। এর মাঝেই এবার অধিনায়কত্বে বদল আনলো পাকিস্তান। বাবর আজমের জায়গা নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। সাদা বলের ক্রিকেটে দেশটার নেতৃত্ব দেবেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ (রোববার) আনুষ্ঠানিকভাবে সাদা বলের ক্রিকেটে দুই ফরম্যাটের জন্য (ওয়ানডে ও টি-টোয়েন্টি) নয়া অধিনায়কের নাম ঘোষণা করে। যেখানে মোহাম্মদ রিজওয়ানকে বেছে নিয়েছে তারা।

পাকিস্তানের ৩১তম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়া সফর দিয়ে শুরু হবে রিজওয়ানের নতুন অধ্যায়। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এর আগেও একবার জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন রিজওয়ান; ২০২০-২১ মৌসুমে নিউ জিল্যান্ড সিরিজে দুটি টেস্টে।

একই সাথে ঘোষণা করা হয় এই দুই ফরম্যাটের সহ অধিনায়কের নামও। যেই দায়িত্ব পেয়েছেন সালমান আলি আগা। তাদের নেতৃত্বের শুরু হচ্ছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়েতে। এই দুই দেশে আগামী দুই মাসে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ ৮ ও ১০ নভেম্বর, অ্যাডিলেইড ও পার্থে। দুই দলের টি-টোয়েন্টি তিনটি মাঠে গড়াবে ১৪, ১৬ ও ১৮ নভেম্বর; ব্রিজবেন, সিডনি ও হোবার্টে।

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের তিনটি ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২৪, ২৬ ও ২৮ নভেম্বর। আর টি-টোয়েন্টি তিনটি হবে ১, ৩ ও ৫ ডিসেম্বর। সবগুলো ম্যাচই হবে বুলাওয়ায়োতে।


আরো সংবাদ



premium cement
পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান, সাথে আছেন আগা সালমান ইউএস-বাংলার ফ্লাইটে মিলল ৭ কেজি স্বর্ণ কমলাপুরের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল : ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনারকে বিমানবন্দরে আটকে দিলো পুলিশ নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ক্ষমতা কেন অবৈধ নয় : হাইকোর্ট সাংবিধানিক সঙ্কট সৃষ্টির পাঁয়তারা চলছে : সালাহউদ্দীন আহমেদ খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আটক ২ ছাত্রলীগের শামসুন্নাহার হলের ঊর্মি ও সূর্যসেন হলের রাকিব গ্রেফতার গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শিবচরে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত

সকল