২৮ অক্টোবর ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬
`

ইতিহাস গড়ল আফগানিস্তান, এশিয়ার নতুন রাজা তারা

- ছবি : সংগৃহীত

ইতিহাস গড়ল আফগানিস্তান। এশিয়ার ক্রিকেটের নতুন ‘রাজা’ এখন তারা। ইমার্জিং এশিয়া কাপের নয়া চ্যাম্পিয়ন দরবেশ রাসুলির দল। যা কিনা দেশটির ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা!

আজ রোববার রাতে ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয় আফগানিস্তান। যেখানে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাদিকুল্লাহরা।

এদিন টসে জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৩৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ১৮.১ ওভারে জয় নিশ্চিত হয় আফগানিস্তানের। ৭ উইকেটের জয় পায় দেশটা। এই ম্যাচেও ফিফটি হাঁকান সাদিকুল্লাহ। আসর সেরাও হয়েছেন তিনি।।

আগের পাঁচ আসরে দু’বার ইমার্জিং এশিয়া কাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের ইতিহাস তাই গৌরবোজ্জ্বল থাকলেও, এবার ফেভারিট ছিল আফগানিস্তান। অপরাজিত থেকে ফাইনালে পৌঁছায় দলটা৷ মাঝে হারিয়েছে বাংলাদেশ, ভারতকেও!

এবার লঙ্কা বধ করেই ইতিহাস গড়ার উন্মাদনায় মাতলো দেশটি। এক সময়ের যুদ্ধবিধ্বস্ত দেশটা এখন যেন ক্রিকেটে আগামীর পরাশক্তি। ভারত, পাকিস্তানের মতো দলকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চয়ই সাধারণ কিছু নয়!

তবে চ্যাম্পিয়ন হবার জন্যে সব কিছুই করছিল আফগানিস্তান। যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন সাদিকুল্লাহ আতল। আগের চার ম্যাচের ছন্দ এখানেও ধরে রাখেন তিনি। ৮৩, ৯৫, ৫২, ৮৩ এর পর আজ ৫৫* রানের ইনিংস খেলেন তিনি।

সব মিলিয়ে আসর জুড়ে ১২২.৬৭ গড়ে ৩৬৮ রান করেন সাদিকুল্লাহ। স্ট্রাইকরেটও ইর্ষণীয়, ১৪৭.৪৯। ফাইনালে ৫৫ বলে ৫৫* রানের ইনিংসটা আরেকটু আগ্রাসী হলে দেড় শ' পেরিয়ে থাকতো।

এদিন অবশ্য রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আফগানিস্তান। যুবাইদ আকবারি ফেরেন গোল্ডেন ডাক মেরে। তবে দলকে পাওয়ার প্লেতে ৪৩ রান এনে দেন সাদিকুল্লাহ ও দরবেশ রাসুলি। রাসুলি ২০ বলে ২৪ করে আউট হোন।

এরপর করিম জানাতকে নিয়ে দলকে ১৫ ওভারে ৯৫ পর্যন্ত নিয়ে যান সাদিকুল্লাহ। জানাত ফেরে ২৭ বলে ৩৩ রানে। এরপর মোহাম্মদ ইসহাক ৬ বলে ১৬* রান তুলে নিশ্চিত করেন জয়৷ ততক্ষণে ফিফটি তুলে নেন সাদিকুল্লাহ।

এর আগে ৪.২ ওভারে মাত্র ১৫ রানে ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। বিলাল সামি ও গাজাফার ভেঙে দেন টপ অর্ডার। তবে এরপর শাহান আর্চাগে একাই টানেন দলকে, খেলেন ৪৭ বলে ৬৪ রানের ইনিংস। তাছাড়া নিমেষ ২৩ ও পবন করেন ২০ রান।

ম্যাচ সেরা মোহাম্মদ গাজাফার ১৪ রানে নেন ২ উইকেট। ৩ উইকেট নেন বিলাল সামি।


আরো সংবাদ



premium cement
পাকিস্তানের নতুন অধিনায়ক রিজওয়ান, সাথে আছেন আগা সালমান ইউএস-বাংলার ফ্লাইটে মিলল ৭ কেজি স্বর্ণ কমলাপুরের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রল : ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সাবেক সমাজকল্যাণ মন্ত্রীর ভাই গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনারকে বিমানবন্দরে আটকে দিলো পুলিশ নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির ক্ষমতা কেন অবৈধ নয় : হাইকোর্ট সাংবিধানিক সঙ্কট সৃষ্টির পাঁয়তারা চলছে : সালাহউদ্দীন আহমেদ খিলগাঁওয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ আটক ২ ছাত্রলীগের শামসুন্নাহার হলের ঊর্মি ও সূর্যসেন হলের রাকিব গ্রেফতার গোয়ালন্দে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শিবচরে যুবদ‌লের প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত

সকল