২৬ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬
`

অবসরের ৪ মাস পর শাস্তি মুক্ত ওয়ার্নার, আবার নেতৃত্ব দিতে পারবেন অস্ট্রেলিয়ায়

ডেভিড ওয়ার্নার - ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষবার দেশের হয়ে খেলেছেন। এর চার মাস পর শাস্তি মুক্ত হলেন অস্ট্রেলীয় ক্রিকেটার। নিজের দেশের ক্রিকেটে আবার তিনি অধিনায়ক হতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশসহ ওয়ার্নার বিভিন্ন দেশে টি-টোয়েন্টি লিগ খেলেন।

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় জড়িত থাকার অপরাধে শাস্তির মুখে পড়েছিলেন ওয়ার্নার। তাকে সব ধরনের ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সে দেশের ক্রিকেট সংস্থা)। একই সাথে নির্দেশ দেয়া হয়, অস্ট্রেলীয় ক্রিকেটে আর কখনো নেতৃত্ব দিতে পারবেন না ওয়ার্নার। সাড়ে ছয় বছরেরও বেশি পর ওয়ার্নারের উপর থেকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো ক্রিকেট অস্ট্রেলিয়া।

শাস্তি প্রত্যাহারের আবেদন জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার তিন সদস্যের কমিটির কাছে আবেদন করেছিলেন ওয়ার্নার। ৩৭ বছরের ব্যাটারের ওই আবেদন মঞ্জুর করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কমিটি। কমিটির পর্যবেক্ষণ, শাস্তি পাওয়ার পর ওয়ার্নারের মধ্যে অনুশোচনা দেখা গিয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের সব শর্তও পূরণ করেছেন। সব দিক পর্যালোচনা করে তিন সদস্যের কমিটি সর্বসম্মতভাবে ওয়ার্নারের উপর থেকে নেতৃত্বের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে।

শাস্তি মওকুব হওয়ায় ওয়ার্নারকে আগামী বিগ ব্যাশ লিগে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে। সিডনি ঠান্ডারকে নেতৃত্ব দিতে পারেন অভিজ্ঞ ওপেনিং ব্যাটার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় চলতি মরসুম থেকেই ওয়ার্নার নেতৃত্ব দিতে পারবেন। উল্লেখ্য, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা রয়েছে ওয়ার্নারের। হায়দরাবাদের অধিনায়ক হিসেবে আইপিএল চ্যাম্পিয়নও হয়েছেন তিনি।

কয়েক দিন আগেই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন ওয়ার্নার। দলের তেমন প্রয়োজন হলে ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে চান। সে জন্য নিজেকে প্রস্তুত রাখতেও রাজি বাঁহাতি ব্যাটার।


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনার ভাতিজা মঈনউদ্দিন গ্রেফতার সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত ইসরাইল আরো ভয়াবহ হামলা চালাবে! ড. ইউনূসের হার্টের সমস্যা নিয়ে অবগত নয় বিএসএমএমইউ! সাংবাদিকের চাকরি খেল এআই, মিডিয়াতে অশনি সঙ্কেত! যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টায় প্রতি ঘণ্টায় গ্রেফতার ১০ ভারতীয়! ১ বছরে আটক ৯০ হাজার অবসরের ৪ মাস পর শাস্তি মুক্ত ওয়ার্নার, আবার নেতৃত্ব দিতে পারবেন অস্ট্রেলিয়ায় সাত ব্যাটার ০, শেষ ৮ উইকেট পড়ল ১ রানে! জ্ঞানবাপী চত্বরে আবার সমীক্ষার হিন্দুদের আবেদন খারিজ ভারতীয় আদালতে আজ হারলে টেস্ট বিশ্বকাপ থেকে বিদায় ভারতের? রূপগঞ্জে গ্যাস বিস্ফোরণ, একই পরিবারের ৬ জন দগ্ধ

সকল