২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১, ২১ রবিউস সানি ১৪৪৬
`

পাকিস্তানে কোচ, অধিনায়কের থেকে কাড়া হলো প্রথম একাদশ বাছার ক্ষমতা

পাকিস্তানে কোচ, অধিনায়কের থেকে কাড়া হলো প্রথম একাদশ বাছার ক্ষমতা - ছবি : সংগৃহীত

বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের ক্রিকেটে। দেশের মাটিতে দীর্ঘ দিন পরে টেস্ট জেতার কয়েক দিনের মধ্যে নতুন সমস্যা দেখা দিয়েছে বোর্ডের সিদ্ধান্তে। টেস্ট দলের কোচ জেসন গিলেসপিকে প্রথম একাদশ নির্বাচনের ক্ষমতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। এমনকী অধিনায়ক শান মাসুদকেও মাথা গলাতে বারণ করা হয়েছে। বরং কোন এগারো জন খেলবেন, তা বেছে নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে নির্বাচক কমিটিকে। এই কমিটিতেই রয়েছেন সাবেক আম্পায়ার আলিম দার। তাকে নির্বাচক করা নিয়ে বিতর্ক হয়েছিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগের দিন গিলেসপি বলেন, 'ম্যাচের পরে পিসিবি-র কর্মকর্তারা আমাকে এসে বলেন, এখন থেকে নতুন নির্বাচন কমিটিই সব সিদ্ধান্ত নেবেন। নির্বাচনে আমার কোনো ভূমিকা থাকবে না আর। তাই আমি এখন থেকে ম্যাচের কৌশল তৈরি করব। আপাতত নির্বাচনের থেকে নিজেকে দূরে রাখছি। ছেলেদের থেকে সেরা ক্রিকেট বের করে আনার চেষ্টা করছি।'

কোন প্রতিপক্ষের বিরুদ্ধে কাদের খেলানো হবে, কাকে অস্ত্র হিসাবে তুলে ধরা হবে এ সব ব্যাপারে কোচ এবং অধিনায়কের ভূমিকা অপরিসীম। মূলত তারাই কোনো ম্যাচের আগে প্রথম একাদশ তৈরি করেন। বিশ্বের সব দেশে সেটাই নিয়ম। অথচ পাকিস্তানে উল্টো চিত্র। কোচ এবং অধিনায়ককেই সেই দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। দল বাছবেন আলিম দারেরা।

পাকিস্তান বোর্ডের এক সূত্র বলেছেন, 'গিলেসপি এবং সাদা বলের কোচ গ্যারি কার্স্টেনকে এই আশ্বাস দিয়েই নিয়ে আসা হয়েছিল যে দলের ব্যাপারে সব সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাদের উপরেই থাকবে। সেটা এখন বদলে গিয়েছে। অন্তত গিলেসপির ক্ষেত্রে তো বটেই।'

বিস্মিত হয়ে এক সমর্থক সমাজমাধ্যমে লিখেছেন, 'অবাক করার মতো ঘটনা। কোচ এবং নির্বাচকদের পারস্পরিক সহযোগিতা এবং যোগাযোগ যে কোনও দলের সাফল্যে মূল্যে।'


আরো সংবাদ



premium cement
অস্ট্রেলিয়া থেকে দেশের পথে মির্জা ফখরুল কমলাপুরে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি চান শহীদ শফিকুলের মা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরো ৫ প্রসিকিউটর নিয়োগ উগ্রবাদীদের হামলায় পাকিস্তানের ১০ পুলিশ নিহত দিনাজপুরে বাস উল্টে হতাহত ১৫ সাঘাটায় মাছ ব্যবস্যায়ীকে পিটিয়ে হত্যা করলেন আ’লীগকর্মী আলোচিত পুলিশ কর্মকর্তা সানজিদাকে রংপুরে বদলি নড়াইলে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিএনপির সম্মেলন থেকে সরে দাঁড়ালেন সভাপতি প্রার্থী লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল শুরু যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চীন, রাশিয়া ও ইরানের

সকল