২৩ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
`

মিরপুর টেস্টের রোমাঞ্চকর তৃতীয় দিন আজ

মিরপুর টেস্টের রোমাঞ্চকর তৃতীয় দিন আজ - সংগৃহীত

মিরপুর টেস্টের আজই নির্ধারণ হতে পারে ম্যাচের ভাগ্য। নিশ্চিত হয়ে যেতে পারে জয়-পরাজয়। তবে সবকিছুই নির্ভর করছে লিটন-মুশফিকদের ওপর। বাংলাদেশী ব্যাটারদের হাতেই এখন ম্যাচের চাবিকাঠি।

মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলায় আজ বুধবার মাঠে নামবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দু’দিন শেষে স্পষ্টই পিছিয়ে টাইগাররা। প্রথম ইনিংসের ব্যর্থতা চাপে ফেলে দিয়েছে শান্তদের। এখন ইনিংস হার এড়াতেই প্রয়োজন ১০১ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামে, গুটিয়ে যায় মাত্র ১০৬ রানে। জবাবে তাইজুল ইসলামের তোপে দক্ষিণ আফ্রিকা মাত্র ১০৮ রানে ৬ উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় কাইল ভেরেইনের ব্যাটে। তার শতকে ভর করে ৩০৮ রান আসে স্কোরবোর্ডে।

২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে মাত্র ৪ রানের মাথায় রাবাদার জোড়া আঘাতে বড় ধাক্কা খায় টাইগাররা। এরপর নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয় জুটি গড়েন পঞ্চাশোর্ধ রানের।

সেই জুটি ভাঙে থিতু হয়েও শান্ত ২৩ রানে বিদায় নিলে। তবে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দিনের বাকি সময়টা পাড়ি দেন জয়। রান তোলেন ১০১। জয় ৩৮ ও মুশফিক ৩১ রান নিয়ে আজ ব্যাট করতে নামবেন।

আজকের দিনটা নির্ভর করছে তাদের ওপরেই। কাইল ভেরেইনে যেমন গতকাল দারুণ এক সেঞ্চুরিতে একাই টেনেছেন প্রোটিয়াদের, তেমন দারুণ কিছুই করতে হবে জয়-মুশফিকদের। যেহেতু সময় আছে, উইকেট ধরে দেখেশুনে খেলতে হবে।

এখনো ইনিংস হারা এড়াতেই আরো করতে হবে ১০১ রান। এরপর বড় লক্ষ্য দেয়ার পালা। অন্তত দু’শতাধিক রানের লক্ষ্য দিতে পারলেই কেবল সম্ভব জয়ের স্বপ্ন দেখা। আর যার ভিতটা গড়ে দিতে হবে জয় ও মুশফিককেই।

দায়িত্ব নিতে হবে লিটন দাস, মেহেদী মিরাজদেরও। অন্যথায় সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আরো একবার হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হবে টাইগারদের।


আরো সংবাদ



premium cement
সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন ধর্মঘটে যাত্রীদের ভোগান্তি রাষ্ট্রপতি ইস্যুতে এখনো সিদ্ধান্ত হয়নি : প্রধান উপদেষ্টার প্রেস সচিব ১০ ঘণ্টা পর খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক ঘূর্ণিঝড় ‘দানার’ প্রভাবে দেশে ভারী বৃষ্টির আশঙ্কা তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে এবার জামায়াতে ইসলামীর রিভিউ আবেদন মেহেরপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩ অস্ত্রকারবারি আটক অবসর ভেঙে টেস্টে ফেরার ইঙ্গিত ওয়ার্নারের মিরাজের ফিফটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে কিছুক্ষণের মধ্যে বৈঠক তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির ৪ মামলা বাতিল

সকল