২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩০, ১৮ রবিউস সানি ১৪৪৬
`

সাকিবের ‘ছায়া’ থেকে বেরিয়ে আসা তাইজুলের স্বপ্ন ৪০০ উইকেট

তাইজুল ইসলাম - ছবি : সংগৃহীত

মুত্তিয়া মুরালিধরনের ছায়ায় যেমন ছিলেন রঙ্গনা হেরাথ, শেন ওয়ার্নের ছায়ায় ছিলেন স্টুয়ার্ট ম্যাকগিল; তেমনি সাকিবের আলোয় কিছুটা আড়ালেই যেন ছিলেন তাইজুল ইসলাম।

পরিসংখ্যানও বলে দেয় বাস্তবতা। অভিষেকের পর সাকিব আল হাসান খেলেননি, এমন টেস্টে বাংলাদেশের বোলারদের ইনিংসে ৫ উইকেট আছে ১২বার। এর মাঝে তাইজুল একাই নিয়েছেন ৯বার।

সব মিলিয়ে সাদা পোশাকে তাইজুল ৫ উইকেট নিয়েছেন ১৩বার। যার শেষবার হলো আজ (সোমবার) মিরপুরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই ৫ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তাইজুল।

সেই সাথে দেশের দ্বিতীয় বোলার হিসেবে পেয়েছেন দুই শ' উইকেটের দেখাও। এই মাইলফলকের দৌড়ে সাকিবের থেকেও এগিয়ে তাইজুল। দেশের দ্রুততম বোলার হিসেবে মাত্র ৪৮ টেস্টে (৮৫ ইনিংস) ছুঁয়েছেন এই মাইলফলক। যেখানে সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট।

অথচ এরপরও তাইজুলকে বরাবরই উপেক্ষিত থাকতে হয়েছে। একাদশে ঠাঁই হয়েছে তৃতীয় স্পিনার হিসেবে। সাকিব আল হাসান তো বটেই, মেহেদী মিরাজকেও জায়গা করে দিতে হয়েছে ব্যাটিং পারেন বলে।

তবে সাকিব আল হাসানের বিদায়ের পর তাইজুল ইসলামই এখন দলের স্পিন নেতা। নেতৃত্ব পেয়ে প্রথম সুযোগেই দেখিয়েছেন তার ঝলক। এখন তাইজুলের লক্ষ্য ক্যারিয়ারটাকে যতদূর টেনে নেয়া যায়।

সাকিবের জন্য কি নিজেকে বঞ্চিত ভাবেন তাইজুল? তার অবসর কি তাইজুলের জন্য স্বস্তিদায়ক? দিনশেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে অস্বস্তিতে পড়া তাইজুল বলেন, 'বঞ্চিত বলতে… আপনার প্রশ্নটা একটু কেমন যেন হয়ে গেল। বঞ্চিত হওয়ার কিছু নেই।’

‘বিশ্বে অনেকে আছে, বড় খেলোয়াড় ছিল, তাদের সময় অন্যরা সুযোগ কম পেত। মুরালিধরনের সময় হেরাথ খেলতে পারেনি। পরে হেরাথ অনেক উইকেট পেয়েছে, দীর্ঘদিন খেলেছে। আমিও ইনশাআল্লাহ, সামনে দেখি ভালো কিছু হয় নাকি।'

এই দারুণ পরিসংখ্যানের পরও আলোচনায় কম থাকা নিয়েও কোনো আক্ষেপ নেই তাইজুলের। বলেন, সবকিছু এখন মেনে নিয়েছেন। ‘আমাদের দেশে সত্যি বলতে অনেক কিছুই মুখে মুখে হয়। অনেকেই খারাপ করেও ট্রল হতে হতে স্টার হয়ে গেছে। আবার অনেকে ভালো করেও স্টার হতে পারেনি। এরকম অনেক হয়েছে। এগুলো মেনে নিয়েছি। মেনে নেয়া ছাড়া গতি নেই,’ বলেন তিনি।

সাকিবকে মিস করবে কিনা বাংলাদেশ, এমন এক প্রশ্নের জবাবে বাস্তবতা তুলে ধরে তাইজুল বলেন, ‘সাকিব ভাই ছাড়া যে খেলি নাই, তা তো না। উনি থাকা পর্যন্তও অনেক ম্যাচে আমরা সাকিব ভাই ছাড়া খেলেছি। আমরা যখন নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি, সাকিব ভাই ছিল না।’

‘যখন নিউজিল্যান্ডের সাথে আমাদের এখানে টেস্ট জিতেছি, তখন সাকিব ভাই ছিল না। অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। একজন আসবে, একজন যাবে,’ যোগ করেন তাইজুল।

আগেও একাধিক সাক্ষাৎকারে তাইজুল বলেছিলেন, অনেক অনেক উইকেট নিতে চান সাদা পোশাকে। এবারো কথা বললেন সেই সুরেই। ৩৫০ থেকে ৪০০ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করার ইচ্ছা তাইজুলের। যদিও সেই ইচ্ছায় বড় বাধা কী সংখ্যক টেস্ট খেলবে এই সময়ে টাইগাররা।

তাইজুল নিজেই সেই বাস্তবতা মনে করিয়ে দিয়ে বলেন, ‘আগে দেখতে হবে পরের ৫ বছরে আমাদের কয়টা টেস্ট আছে। এটা আগে হিসাব করব, তারপর বুঝতে পারব। টেস্ট যদি থাকে ১০টা, তাহলে তো কঠিন’ বলে হেসে দেন তাইজুল।


আরো সংবাদ



premium cement
সেই আহসান কিবরিয়া অবশেষে বদলি কর্মকর্তাদের উচ্ছ্বাস নারায়ণগঞ্জে সেনাসদস্য হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সারজিস, প্রধান নির্বাহী স্নিগ্ধ ‘হেফাজত অরাজনৈতিক অবস্থান দৃঢ়তার সাথে বজায় রাখবে’ ঘূর্ণিঝড় ‘ডানা’ কবে-কোথায় আঘাত হানতে পারে? রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ওয়াশিংটন আবুধাবি ও মস্কোতে রাষ্ট্রদূতদের চুক্তি বাতিল জনসম্পৃক্ততায় ট্রাফিক শৃঙ্খলার উন্নতি সম্ভব স্বাস্থ্য অধিদফতরের নিয়োগকে কেন্দ্র করে দ্বন্দ্বে ৩ ডাক্তার আহত বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের রাস্তা দেখেন : হাসনাত আবদুল্লাহ ববিতে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা

সকল