২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩০, ১৭ রবিউস সানি ১৪৪৬
`

অলআউট হওয়ার শঙ্কা নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

- ছবি : নয়া দিগন্ত

মিরপুর টেস্টে ধুঁকছে বাংলাদেশ। যদিও কোনো রকমে পাড়ি দিয়েছে প্রথম সেশন। তবে অলআউট হওয়ার শঙ্কা মাথায় নিয়েই মধ্যাহ্নভোজে টাইগাররা। ৬ উইকেট হারিয়েছে মাত্র ৬০ রানে। এর আগে এই ম্যাচ দিয়ে নয় বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে নামে দক্ষিণ আফ্রিকা।

সোমবার মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাদের আতিথ্য দিচ্ছে টাইগাররা।

এ দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেব শান্ত। তবে শুরুতেই হোচট খায় টাইগাররা। বুঝে ওঠার আগেই ভাঙন ধরে টপ অর্ডারে। যেই ধাক্কা আর সামলে উঠা হয়নি।

ভয়ঙ্কর হয়ে ওঠেন উইয়ান মুল্ডার। একের পর এক আঘাতে কাঁপিয়ে দেন স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙেন উদ্বোধনী জুটি। সাদমান ইসলামকে ফেরান কোনো রান নেয়ার আগেই।

এক ওভার পর মুল্ডার ফেরান মুমিনুল হককেও। ৬ বলে ৪ রান করেন মুমিনুল। ১৩ রানে ২ উইকেট হারিয়ে যখন ধুঁকছে বাংলাদেশ, তখন মাঠে আসেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের ব্যাটে তখন স্বস্তি খুঁজে দল।

তবে হতাশ করেন তিনিও, ষষ্ঠ ওভারে কেশভ মহারাজকে ক্যাচ অনুশীলন করিয়ে ফেরেন ৭ রানে। থিতু হতে পারেননি মুশফিকুর রহিমও। দলের প্রয়োজনে হাল ধরতে ব্যর্থ অভিজ্ঞ এই ব্যাটার। বিপদ বাড়িয়ে ফিরেছেন তিনি।

দলীয় ৪০ রানের মাথায় রাবাদার শিকার হন মুশফিক। ফেরার আগে ২০ বলে করেন ১১ রান। এরপর রাবাদা ফেরান লিটন দাসকেও। ছন্দে থাকা এই ব্যাটার ১ রানের বেশি করতে পারেননি।

এদিকে তখনও একপাশ আগলে রেখেছিলেন মাহমুদুল হাসান জয়। রানে গতি না থাকলেও মাঠেই ছিলেন তিনি। তাকে নিয়ে দলীয় সংগ্রহ ৬০ পর্যন্ত পৌঁছান মেহেদী। তবে ১৩ রান করতেই মিরাজকে থামান কেশভ মহারাজ। তবে ১৬ রানে ব্যাট করছেন জয়।


আরো সংবাদ



premium cement
কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ফিলিপাইনের আদালতে ১৭ উগ্রবাদীর যাবজ্জীবন কারাদণ্ড ১০৬ রানেই শেষ বাংলাদেশ সাবেক এমপি আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার প্রতিবেদন ২৪ নভেম্বর রিমান্ড শেষে কারাগারে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদার ব্রিকস সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্র প্রবাসী তুর্কি ইসলামী ব্যক্তিত্ব গুলেনের ইন্তেকাল আরো তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ গাইবান্ধায় নাতি-নাত বউয়ের লাঠির আঘাতে দাদার মৃত্যু ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলায় নিহত ৭

সকল