২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩০, ১৭ রবিউস সানি ১৪৪৬
`

মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জাকের আলী - সংগৃহীত

নানা ঘটনাবহুল মিরপুর টেস্টের পর্দা উঠেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেব শান্ত। একাদশে এসেছে বড় রদবদল। খেলা শুরু সকাল ১০টায়।

এই ম্যাচ দিয়ে নয় বছর পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। আজ সোমবার মিরপুরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে তাদের আতিথ্য দিচ্ছে টাইগাররা। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আদৌ টেস্টে কোনো জয় নেই বাংলাদেশের। প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকে ১৪ ম্যাচ খেলে হেরেছে ১২টিতে। বাকি দু’টি ম্যাচ হয়েছে ড্র। এবার সেই ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে একাদশে স্পিন শক্তি বাড়িয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মেহেদী মিরাজ, তাইজুল ইসলামের সাথে আছেন নাইম হাসান। দলে একমাত্র পেসার হাসান মাহমুদ। অর্থাৎ চার বোলার নিয়েই প্রোটিয়া বধের পরিকল্পনা সাজিয়েছে।

এদিকে অভিষেক হয়েছে জাকের আলির। ১০৫তম বাংলাদেশী হিসেবে টেস্ট অভিষেক হচ্ছে তার। মুশফিকুর রহিমের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়েছেন তিনি।

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ
টনি ডি জর্জি, এইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটজকে, কাইলে ভেরাইনে, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন পিয়েডট।


আরো সংবাদ



premium cement