২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাফের শিরোপা ধরে রাখতে শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ

- ফাইল ছবি

সাফের শিরোপা ধরে রাখার লক্ষ্যে শক্তিশালী দল ঘোষণা করল বাংলাদেশ। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হতে চায় দলটা। দলে আছেন কৃষ্ণা, সাগরিকাসহ ১০ ফরোয়ার্ড।

সাফ নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। গত আসরে নেপাল থেকে শিরোপা জিতে ফিরে দলটা। এবারের আসরও বসতে যাচ্ছে হিমালয়ের দেশটায়।

টানা তৃতীয় বারের মতো নেপালে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী ২০ অক্টোবর নেপালের কাঠমাণ্ডুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের সাফ মিশন শুরু করবে বাংলাদেশ

তার আগে আজ সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফ)। যেখানে জায়গা পেয়েছেন ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়া দলের অধিকাংশ ফুটবলারই।

পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে ২৩ অক্টোবর। সেরা দু’য়ে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারলে পৌঁছে যাবে সেমিফাইনালে। ৩০ অক্টোবর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে আসরের।

বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক : রুপনা চাকমা, মোসাম্মৎ ইয়ারজান, মিলি আক্তার

ডিফেন্ডার : মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, নিলুফা ইয়াসমিন নীলা, কোহাতি কিসকু।

মিডফিল্ডার : মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানি, মোসাম্মৎ মুনকি আক্তার।

ফরোয়ার্ড : আইরিন খাতুন, সুমাইয়া মাতসুশিমা, সানজিদা আক্তার, রিতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, কৃষ্ণা রানি সরকার ও মোসাম্মৎ সাগরিকা।


আরো সংবাদ



premium cement