১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১০ রবিউস সানি ১৪৪৬
`

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সোমবার

- ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট প্রতিযোগিতা ফ্রাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ ‘বিপিএল।’ রাত পোহালেই শুরু হচ্ছে বহুল কাঙ্খিত একাদশতম আসরের প্লেয়ার্স ড্রাফট।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ড্রাফট শুরু বাংলাদেশ সময় বেলা ১১টা ৩০ মিনিটে। যেখানে নির্ধারণ হবে প্রায় ছয় শতাধিক ক্রিকেটারের ভাগ্য।

দেশী-বিদেশী মিলিয়ে ৬৩২ ক্রিকেটার উঠবেন বিপিএলের ড্রাফটে। যেখানে দেশী ক্রিকেটার আছেন ৮৮ জন, বিদেশী সংখ্যা ৪৪০ জন। যেখান থেকে দল পাবেন অর্ধ শতাধিক ভাগ্যবান ক্রিকেটার।

সাত দল অংশ নিচ্ছে এবারের আসরে। যদিও নেই চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাদের বদলে ফিরেছে রাজশাহী। অন্যদিকে মালিকানা বদল হয়েছে ঢাকা ও চট্টগ্রামের।

এবারের বিপিএলের দলগুলো হলো- রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম কিংস, সিলেট স্ট্রাইকার্স, ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী।

ড্রাফটে আছেন টেস্ট খেলুড়ে দেশগুলো বাদেও আরো অনেক সহযোগী দেশের ক্রিকেটার। আছেন বারমুডা, ইতালি, পর্তুগাল, কানাডা আর সিঙ্গাপুর থেকেও নাম লিখিয়েছেন অনেক ক্রিকেটার।

প্রতিটি দল গত মৌসুমের দল থেকে দু’জন ক্রিকেটার রেখে দিতে (রিটেইন) পারবে। এমনকি যেকোনো ক্যাটাগরি থেকে একজনকে প্লেয়ার্স ড্রাফট ছাড়াও সরাসরি দলে টানতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

বিপিএলের আগামী আসরে যেহেতু তিনটি দল নতুন আসছে, তাই তাদের পুরোনো ক্রিকেটার ধরে রাখার (রিটেইন) সুযোগ নেই। সে কারণে নতুন তিন ফ্র্যাঞ্চাইজি শুধু দু’জন করে ক্রিকেটারকে সরাসরি চুক্তির আওতায় নিয়ে আসতে পারবে।

তবে বিদেশী ক্রিকেটারদের চুক্তির পরিমাণ নির্ধারণ করে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দমত ক্রিকেটার সরাসরি চুক্তিতে নিতে পারবে দলে। যার সুযোগ নিয়ে বড় বড় তারকাদের দলে ভিড়িয়েছে দল মালিকরা।

এদিকে আগেই জানা গিয়েছিল এবারের বিপিএলে দেশী ক্রিকেটারদের পারিশ্রমিক কমেছে। গত মৌসুমের বিপিএলে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের ভিত্তিমূল্য ছিল ৮০ লাখ টাকা। এবার তা কমে দাঁড়িয়েছে ৬০ লাখে।

সেই ধারানুযায়ী ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৪০ লাখ। আরসি’ ক্যাটাগরি ২৫ লাখ, ‘ডি’ ক্যাটাগরি ২০ লাখ, ‘ই’ ক্যাটাগরি ১৫ এবং ‘এফ’ ক্যাটারগরিতে থাকা ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন।

বিদেশী ক্রিকেটারদের ক্ষেত্রে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মূল্য অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটার ৫০ হাজার ডলার, ‘সি’ ক্যাটাগরি ৩০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি ২৫ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন ১৫ হাজার ডলার করে।


আরো সংবাদ



premium cement
নদীতে দুই নৌকার সংঘর্ষে শিশু নিহত চট্টগ্রামে মধ্যরাতে দুই গ্রুপে উত্তেজনা আটক ৬ ফ্যাসিবাদের স্থায়ী প্রতিরোধে জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির ঐক্য প্রয়োজন : নেজামে ইসলাম পার্টি মা ইলিশ রক্ষায় বরিশালে কঠোর অভিযান সৈকতে ভেসে এলো মৃত ডলফিন পলাতক পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি, যোগ দিতে পারবেন না কর্মস্থলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং বিশ্বব্যাংকের সাথে ঢাবি’র বৈঠক সাতক্ষীরায় পূজার সার্বিক পরিস্থিতি খুবই ভালো : উপদেষ্টা আসিফ শেষদিনে ভারত গেল ৩৬ হাজার কেজি ইলিশ কোমল পানীয়ের বোতলে সেনাসদস্যকে মদ খাওয়ানোর চেষ্টা, আটক ২ শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হোন : শামসুল ইসলাম

সকল