১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬
`

দলের ব্যর্থতায় নতুন অজুহাত দেখালেন পোথাস

দলের ব্যর্থতায় নতুন অজুহাত দেখালেন পোথাস - ছবি : সংগৃহীত

ভারত সফরে বাংলাদেশের প্রাপ্তি এখনো শূন্য। টেস্ট সিরিজে ধবলধোলাই হবার পর টি-টোয়েন্টি সিরিজও হয়েছে হাতছাড়া, করেছে অসহায় আত্মসমর্পণ। শেষ ম্যাচটা তাই কেবল মান বাঁচানোর সুযোগ।

তবে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায় এনে দিয়েছে উপলক্ষ। আগামীকালের (শনিবার) ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাবেন বিজ্ঞ এই অলরাউন্ডার। হায়দ্রাবাদেই তিনি মাঠে নামছেন শেষ বার।

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে আগামীকাল শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ঐতিহ্যবাহী হায়দ্রাবাদ স্টেডিয়ামে আতিথ্য নেবে তারা। যেখানে এর আগে মাত্র একবার খেলেছিল বাংলাদেশ। ২০১৭ সালে স্বাগতিকদের সাথে একটা টেস্ট খেলেছিল দল।

দলে থাকা ক্রিকেটারদের মাঝে যেখানে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে কেবল মোস্তাফিজের। আইপিএলে তো এই দলের হয়েই দীর্ঘদিন খেলেছেন তিনি। একই অভিজ্ঞতা সাকিবের থাকলেও তিনি তো নেই দলের সাথে।

এদিকে টানা হারে যেন ক্লান্ত বাংলাদেশ। বিপর্যস্ত মানসিকতা। শেষ ম্যাচে যে ভিন্ন কিছু দেখাবে দল, নেই সেই প্রত্যাশাও। ঘুরের দাঁড়ানোর প্রত্যয় নয়, ম্যাচ পূর্বক সংবাদ সম্মেলনে ভালো খেলতে না পারার অজুহাত দেখিয়ে গেলেন নিক পোথাস।

সফর জুড়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার কারণ হিসেবে কখনো মাঠকে দায়ী, কখনো ঘরোয়া লিগকে দোষী করে যাচ্ছেন ক্রিকেটাররা। দেখিয়েছেন নানা কারণ। এবার বাংলাদেশ দলের সহকারী কোচও দেখালেন নানান কারণ।

বলেন, ‘আইপিএলের দিকেও তাকাতে হবে। আইপিএল দুনিয়ার সেরা টুর্নামেন্ট। প্লেয়ারদের কোয়ালিটি মিলিয়ে দারুণ টুর্নামেন্ট। আইপিএল খেলোয়াড়দের তৈরি করে দেয় আন্তর্জাতিক মঞ্চের জন্য। ফলে এখানে আপনি পুরো ভিন্ন দুটি জিনিসের তুলনা করছেন।’

এদিকে ভারত সফর থেকে কী শিক্ষা পেলেন? এমন এক প্রশ্নের জবাবে পোথাস বলেন, ‘ব্যাটিং বা বোলিংয়ে যদি তাকান, একটি কাজ ভারত সব সময় করবেই, তা হচ্ছে আপনাকে অনেক চাপে ফেলবে। কারণটা হচ্ছে তাদের দক্ষতা। আপনার শিক্ষাটা হচ্ছে কিভাবে লম্বা সময় ধরে চাপটা সামাল দিতে পারবেন।’

‘ভারতে খেলতে পারাটা সম্মানের ব্যাপার। যখন আপনি বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলবেন, তারা আপনাকে বুঝতে সাহায্য করবে কোথায় উন্নতি প্রয়োজন’, যোগ করেন পোথাস।

প্রশ্ন করা হয় মাহমুদউল্লাহ ইস্যুতেও। বিদায়কালে তাকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে নীরব ভূমিকা পালন করেন তিনি। বলেন, ‘দুঃখিত, এটা (দলের) অভ্যন্তরীণ ব্যাপার।’

রাজিব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে খেলা।


আরো সংবাদ



premium cement
পূজার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত কাজ করছি : ফারুক-ই-আজম যেকোনো নাশকতা মোকাবেলায় র‌্যাব প্রস্তুত আছে : ডিজি তাঁতীবাজারে পূজামণ্ডপে বোতল নিক্ষেপ-ছুরিকাঘাত মালয়েশিয়া বিমানবন্দরে আজহারীকে আটকে দিল পুলিশ, পাঠানো হচ্ছে ফেরত নাঙ্গলকোটে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অন্তর্বর্তী সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর : পার্বত্য উপদেষ্টা মুজিবনগরে অস্ত্রসহ সাবেক ইউপি সদস্য আটক বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করুন : প্রিন্স ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৪৯০ শান্তিতে নোবেল বিজয়ী নিহন হিদানকিওতে ড. ইউনূসের অভিনন্দন টাটা ট্রাস্টের চেয়ারম্যানের নাম ঘোষণা, দায়িত্ব পেলেন রতন টাটার সৎভাই

সকল