১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬
`

সাকিবের সাথে দ্বন্দ্ব দেশের ক্রিকেটের ক্ষতি করেছে মানেন তামিম

সাকিবের সাথে দ্বন্দ্ব দেশের ক্রিকেটের ক্ষতি করেছে মানেন তামিম - ছবি : সংগৃহীত

একটা সময়ে ছিলেন কলিজার টুকরো। কাউকে ছাড়া যেন চলে না কারো। তবে এখন ওইসব শুধুই স্মৃতি, সাকিব-তামিমের বন্ধুত্বের ফাটল ধরেছে, দ্বৈরথ এখন প্রকাশ্যে। আর ভারত বিশ্বকাপের আগে-পরে যা হলো, তাতে তীব্র হয়েছে দ্বন্দ্ব।

দু'জনের এই লড়াই হয়ে উঠে দলের জন্য বড় ক্ষতির কারণ। এই দ্বন্দ্ব দেশের ক্রিকেটে ঠিক কতোটা প্রভাব ফেলেছে, তা দেখা গেছে ওয়ানডে বিশ্বকাপের ফলাফলেই। যা এবার স্বীকার করে নিলেন স্বয়ং তামিম নিজেই।

ভারতীয় ক্রীড়া সাময়িকী স্পোর্টস-স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিবের সাথে দ্বন্দ্ব নিয়ে আজ (বুধবার) কথা বলেন তামিম। সাকিবের সাথে সম্পর্কের অবনতি না হলে দেশের ক্রিকেটের জন্য ভালো হতো কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেন-

‘হ্যাঁ, অবশ্যই- কোনো সন্দেহ নেই। আমি মনে করি, আমাদের মধ্যে ভালো সম্পর্কটা যদি আরও দীর্ঘায়িত হতো, তাতে বাংলাদেশের ক্রিকেট বদলে যেত। আমরা দুজনই দেশের হয়ে ভালো করেছি, দুজনের মানসিকতাই ইতিবাচক এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য সেরাটাই চাই।’

তবে একসময়ের গা ঘেঁষা বন্ধুত্বের সম্পর্ক থেকে এখনকার তিক্ততা, সবকিছু স্বাভাবিকভাবেই দেখছেন তামিম। বলেন, ‘সম্পর্কের উত্থান-পতন আছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, কেউ অপরের ক্ষতি করছি না। দুজনই দেশের হয়েই খেলছি। আমি মিডিয়াতে এ নিয়ে কথা বলিনি কিংবা জনসম্মুখে তাকে কিংবা অন্য কাউকে দোষারোপও করিনি।’

এই সময় সাকিবকে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার বলে স্বীকৃতি দেন তামিম ইকবাল। বলেন, ‘আমি সত্যি সত্যিই বিশ্বাস করি, সাকিব বাংলাদেশের জন্য যা করেছে, সেটা অসাধারণ। তার সঙ্গে সম্পর্ক ভালো থাকুক আর না থাকুক, এটা অস্বীকার করা যায় না। সে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা।’


আরো সংবাদ



premium cement