দিল্লিতে অসহায় আত্মসমর্পণের কারণ জানালেন তাসকিন-শান্ত
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ অক্টোবর ২০২৪, ০৭:২৮
দিল্লিতে লজ্জার হারে হাতছাড়া সিরিজ জয়ের স্বপ্ন। এই ম্যাচেও ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচে ৭ উইকেটের পর বুধবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হেরেছে ৮৬ রানে। তবে দুই ম্যাচেই হারের মূল কারণ ব্যাটিং ব্যর্থতা।
ভারত টি-টোয়েন্টির মেজাজ ধরে খেললেও লাল সবুজের প্রতিনিধিরা তালই মেলাতে পারছে না। বিশেষ করে ভারতীয় স্পিনের বিরোদ্ধে যেন অনেকটাই অসহায় শান্ত-লিটনরা। বাংলাদেশ যেন ম্যাচ থেকে ছিটকে পড়ে সেখানেই।
রিশাদ, মিরাজ ও মাহমুদউল্লাহর ৮ ওভারে ভারতীয়রা যেখানে নিয়েছেব ১১৬ রান। বাংলাদেশের ব্যাটিংয়ে হয়েছে তার উল্টো। ভারতের ৯ ওভার স্পিন ৪৯ রান তুলেছে বটে, তাতে হারিয়েছে ৫ উইকেট।
ম্যাচ শেষে তাসকিন আহমেদও আলাদা করে বললেন স্পিনারদের কথা, ‘স্পিনারদের দিনটা একটু বেশিই খারাপ গেছে। শিশির ছিল, বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছিল।’
দায় দেখেন ব্যাটারদেরও। ‘ভালো ব্যাটিং করিনি। দুটি ম্যাচেই উইকেট ভালো ছিল। আমরাই ভালো খেলিনি। আসলে শুরুতে উইকেট পড়ে গেলে খুব কঠিন হয়ে যায়। আর ওদের রানটাও বেশি হয়ে গিয়েছে৷ ১৮০ থেকে ১৯০ এর মধ্যে রাখা গেলে রান তাড়া সম্ভব ছিল।’
দেশের মাটিতে রান প্রসবা মাঠ না থাকার আক্ষেপও ছিল তাসকিনের। বলেন, ‘ওদের কাছে ১৮০ রান খুবই স্বাভাবিক। আমাদের জন্য যেটা ১৩০, ১৪০, ১৫০ রান। ওদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে।’
এরপর নিজেদের টি-টোয়েন্টি সামর্থ্য নিয়েও সোজাসাপটা কথা বলেছেন তাসকিন। বলেন ‘আমরা ৮০ শতাংশের ওপরে ভালো খেললে জিতি। এক-দুজন ভালো খেললে জিতি না। আমরা ওই রকম দল নই।’
এদিকে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে তার প্রতিক্রিয়ায় দুই ম্যাচে একই ভুল করার দাবি করেন। বলেন, ‘আমার মনে হয় আমরা বারবার একই ভুল করছি। দল হিসেবে এটা মোটেও ভালো ব্যাপার নয়। আমাদের অবশ্যই উন্নতি করতে হবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা