০৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬
`

রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে পাল্টা জবাব ইংল্যান্ডের

রুট-ব্রুকের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানকে পাল্টা জবাব ইংল্যান্ডের - ছবি : সংগৃহীত

প্রথম ইনিংসে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে জো রুট ও হ্যারি ব্রুকের জোড়া সেঞ্চুরিতে মুলতান টেস্টের তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ৪৯২ রান করেছে সফরকারী ইংল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে দিন শেষে ৬৪ রানে পিছিয়ে ইংল্যান্ড। চতুর্থ উইকেটে ২৪৩ রানের রেকর্ড জুটি গড়েন রুট ও ব্রুক।

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তান গুটিয়ে যাবার পর খেলতে নেমে ২০ ওভারে ১ উইকেটে ৯৬ রান তুলে দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। ৯ উইকেট হাতে নিয়ে ৪৬০ রানে পিছিয়ে ছিল ইংলিশরা। ওপেনার জ্যাক ক্রলি ৬৪ এবং রুট ৩২ রানে অপরাজিত ছিলেন।

আজ তৃতীয় দিন ক্রলিকে ৭৮ রানে থামিয়ে দেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ৮৫ বল খেলে ১৩টি চার মারেন ক্রলি। পঞ্চম ওভারে ক্রলি ফেরার পর তৃতীয় উইকেটে বেন ডাকেটকে নিয়ে ১৩৬ রানের জুটি গড়েন রুট। ওয়ানডে মেজাজে খেলে ৪৫ বলে টেস্ট ক্যারিয়ারের ১১তম হাফ-সেঞ্চুরি তুলে নেন ডাকেট। এই জুটিতে টেস্টে ৬৫তম অর্ধশতকের দেখা পান রুট।

হাফ-সেঞ্চুরির পরও স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন ডাকেট। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানে পাকিস্তানের পেসার আমের জামালের বলে লেগ বিফোর আউট হন ডাকেট। ৭৫ বল খেলে ১১টি চার মারেন ডাকেট।

দলীয় ২৪৯ রানে ডাকেট ফেরার পর ক্রিজে রুটের সঙ্গী হন ব্রুক। পাকিস্তানের বোলারদের দেখে-শুনে খেলে রানের চাকা সচল রাখেন তারা। ইনিংসের ৬৩তম ওভারে ১৪৭তম টেস্টে ৩৫তম সেঞ্চুরি পূর্ণ করেন রুট। এই সেঞ্চুরির পথে ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হন তিনি। এতে পেছনে পড়ে যান সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। ১৬১ টেস্টে ১২ হাজার ৪৭২ রান করেছিলেন কুক।

৮৪তম ওভারে সেঞ্চুরির দেখা পেয়ে যান ব্রুকও। ১৯তম টেস্টে ষষ্ঠ ও পাকিস্তানের বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি করেন তিনি। আগের তিনটি শতকও পাকিস্তানের মাটিতে করেছিলেন ব্রুক। পাকিস্তানের মাটিতে টানা চার টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ব্রুক।

সেঞ্চুরির পর দিনের শেষভাগে দেড়শ রান স্পর্শ করেন রুট। ১৪১ রানে অপরাজিত আছেন ব্রুক। ১৭৩ বলে ১২টি চার ও ১টি ছক্কা মেরেছেন ব্রুক। ১২টি চারে ২৭৭ বলে ১৭৬ রানে অপরাজিত আছেন রুট।

চতুর্থ উইকেটে ৩১০ বলে ২৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন রুট ও ব্রুক। পাকিস্তানের বিপক্ষে চতুর্থ উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

আফ্রিদি-নাসিম ও জামাল ১টি করে উইকেট নিয়েছেন।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement