২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জয়ের মুখ দেখল সাকিবের লস অ্যাঞ্জেলস

- ছবি - ইন্টারনেট

অবশেষে জয়ের দেখা পেলো লস অ্যাঞ্জেলস ওয়েভস। টানা দুই হারের পর আসরে প্রথম জয়ের স্বাদ পেল সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি। যদিও এই ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি সাকিবকে, তবে বল হাতে নেন ১ উইকেট।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগ টি-১০ লিগে সোমবার মুখোমুখি হয় আটলান্টা কিংস ও লস অ্যাঞ্জেলস ওয়েভস। আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে আটলান্টা সংগ্রহ করে ১৪৫ রান, যা ৯ উইকেট আর ১২ বল হাতে রেখেই পেরিয়ে যায় লস অ্যাঞ্জেলস।

ওভার প্রতি ১৪.৫ রান করার চ্যালেঞ্জ হেসেখেলেই পাড়ি দেয় সাকিবের দল। জর্জে মানসে ও অ্যাডাম রসিংটনের ৩.১ ওভারের ওপেনিং জুটি থেকেই আসে ৫১ রান। মানসে ফেরেন ১১ বলে ৩৩ করে।

এরপর আর উইকেট হারায়নি দলটি। এরপর শুরু হয় অ্যাডাম রসিংটন ও টিম ডেভিডের তাণ্ডব। রসিংটন ১৮ বলে ৫২ ও ডেভিড ১৯ বলে ৫৮ রান করে অপরাজিত থেকেই নিশ্চিত করেন লস অ্যাঞ্জেলসের জয়।

এর আগে অ্যাঞ্জেলা ম্যাথিউস একাই টানেন আটলান্টাকে। মাত্র ৩৩ বলে ৮৫ রানের ইনিংস খেলেন তিনি। তাছাড়া গাজানান্দ সিং করেন ১৪ বলে ২৮* রান। স্যাম বিলিংসের ব্যাটে আসে ৭ বলে ১৯। এই সুবাদে ৩ উইকেট হারিয়ে ১৪৫ এ পৌঁছায় আটলান্টা।

বল হাতে ৩ ওভারে ৪৪ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব।


আরো সংবাদ



premium cement
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় যেকোনো দিন ‘বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান’ বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার শিক্ষা প্রশাসনে ফের রদবদল, ৪৬ কর্মকর্তাকে পদায়ন এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেই : রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি স্পেন অবৈধ অভিবাসীদের বসবাস ও কাজের অনুমতি দেবে ঢাবিতে চলতি মাসেই চালু হচ্ছে শাটল বাস সার্ভিস আসামের করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’ হয়ে গেল ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ-ভারত বৈঠক পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩৮

সকল