০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৪ রবিউস সানি ১৪৪৬
`

আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলবেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ - ছবি : সংগৃহীত

থামছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে আজই বিদায় বলছেন তিনি। টেস্টের পর এবার তুলে রাখতে যাচ্ছেন সংক্ষিপ্ত ফরম্যাটের জার্সিও। ভারত সিরিজেই শেষ হচ্ছে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার।

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে অবসরে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হায়দরাবাদে আগামী ১২ অক্টোবর শেষবার মাঠে নামবেন তিনি। তার আগে আজ (মঙ্গলবার) আনুষ্ঠানিক বিদায় ঘোষণা করার কথা তার।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দেশের জার্সি গায়ে সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। আছে ২৩৯৫ রান। যা অবশ্য শেষ দুই ম্যাচে বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে।

সবকিছু ঠিক থাকলে ভারত সিরিজের বাকি দুটি ম্যাচ খেলেই টি-টোয়েন্টিতে থামছেন মাহমুদউল্লাহ। এর আগে এই অলরাউন্ডার টেস্ট ক্রিকেট ছাড়েন গত ২০২১ সালের জুলাইয়ে। যদিও ওয়ানডে ক্রিকেটটা আরো কিছুদিন খেলে যেতে চান তিনি।

৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহকে নিয়ে ভারত সিরিজের দল ঘোষণার পর থেকেই শুরু হয় আলোচনা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যেখানে লক্ষ্য, সেখানে মাহমুদউল্লাহর থাকাটা ভালোভাবে নেয়নি অনেকেই। বিশেষ করে পারফরম্যান্সও যখন তার পক্ষে কথা বলে না।

যার প্রমাণ শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৭ ম্যাচে ১৫ গড়ে রান ৯৫, স্ট্রাইকরেট তারও কম, মোটে ৯৪! এরপর সুযোগ পেয়ে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও ২ বলে ১ রানের বেশি করতে পারেননি। দলকে বিপদে রেখে ফেরেন সাজঘরে।

এখন হয়তো মাহমুদউল্লাহ নিজেও উপলব্ধি করেছেন নিজের বাস্তবতা। ফলে সিদ্ধান্ত নিয়েছেন থেমে যাওয়ার।


আরো সংবাদ



premium cement
সিংড়ায় নদী দখল নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২ দ্রুত তুলে নেয়া হবে পার্বত্য চট্টগ্রামের ভ্রমণ নিষেধাজ্ঞা : পার্বত্য উপদেষ্টা জামালপুরে পুলিশের অভিযানে ২ মাদককারবারি আটক বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন কাঁঠালিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ৪ মামলায় জামিন পেলেন সাবের হোসেন চৌধুরী টাস্কফোর্স দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সামাল দেয়া যাবে? সাভার থানা পুকুরে কলেজছাত্র নিখোঁজ নাসিরনগরে বজ্রপাতে একজনের মৃত্যু ভূরুঙ্গামারীর জীবিত আলেয়া খাতুন সফটওয়্যারে মৃত কড়া নিরাপত্তায় সাবেক মন্ত্রী মান্নানকে কারাগার থেকে ওসমানী হাসপাতালে

সকল