০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ৩ রবিউস সানি ১৪৪৬
`

সাকিবকে সুখবর দিলো বিসিবি

সাকিব আল হাসান - ফাইল ছবি

নিজের চাওয়ার পরও সাকিব আল হাসানের ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলা নিয়ে দেখা দেয় শঙ্কা। নিরাপত্তা ইস্যুতে দেখা দেয় ধুঁয়াশা। তবে বিসিবি সভাপতির নতুন বক্তব্যে খুশিই হতে পারেন সাকিব সমর্থকরা। জানালেন সাকিবের চাওয়া পূরণ হবার প্রবল সম্ভাবনা।

ভারতে সফররত অবস্থায় টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন একেবারেই। জানিয়েছিলেন আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে ইতি টানতে চান টেস্ট ক্রিকেটেরও। তবে এর জন্য জুড়ে দেন শর্ত।

বলেন, তিনি যে দেশে আসবেন ও দেশ থেকে আবার বিদেশে যাবেন, এই গোটা প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বিঘ্নে দেশ ছেড়ে যাওয়ার নিশ্চয়তা তাকে দিতে হবে বিসিবি ও সরকার থেকে।

তবে প্রাথমিক অবস্থায় বিসিবি বা ক্রীড়া মন্ত্রণালয়, কেউ রাজি হননি সাকিবকে নিরাপত্তা দিতে। ফলে শঙ্কার মুখে পড়ে ঘরের মাঠ থেকে সাকিবের বিদায় নেয়ার ইচ্ছে। এমনকি কানপুর টেস্টকে শেষ টেস্ট বলেও প্রচার করে অনেক গণমাধ্যম।

তবে বোর্ড সভাপতির নতুন বক্তব্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে সমর্থকদের মনে। সোমবার গণমাধ্যমের সাথে আলাপকালে ফারুক আহমেদ জানিয়েছেন, ‘সাকিবের সাথে যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে দেশ থেকেই অবসর নেয়ার।’

এই সময় সাকিনের চাওয়া নিরাপত্তা প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, ‘লিগ্যাল প্রসিডিউর তো আমি বলতে পারব না। আমি তো ছোট মানুষ, একজন বোর্ড সভাপতি। আমার কথা হচ্ছে, সাকিবের ব্যাপারটি পুরোপুরি সরকারের পর্যায় থেকে আসতে হবে।’

‘আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভেতরে সে ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন মাঠে যাবে, এসব দায়িত্ব নেয়াটা তো আমার জন্য খুব সহজ। এটা আমরা নিতে পারব।’ -যোগ করেন ফারুক।

মূলত সাকিবের দেশে আসার পথে মূল বাধা তার বিরুদ্ধে দায়ের হওয়া হত্যা মামলা। মামলা মাথায় নিয়ে দেশে ফিরলে কতটা নিরাপদে থাকতে পারবেন এবং নির্বিঘ্নে আবার দেশ ছাড়তে পারবেন কি না, তা নিয়েই মূলত যত সংশয়, শঙ্কা।

তবে সব ছাপিয়ে দেশের ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় যেন ঘরের মাটিতে খেলে অবসরে যেতে পারে, সে ব্যবস্থা করার চেষ্টা করে যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ও। দু'দিন আগে এক বক্তব্যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেব। আইনি অভিযোগ থাকলে তা আইন মন্ত্রণালয়ের বিষয়। তবে সাকিবের নিরাপত্তা নিয়ে আমরা ইতোমধ্যে কথা বলেছি। তার নিরাপত্তা আমরা নিশ্চিত করব।’

এই সময় সাকিবের প্রশংসা করে আসিফ আরো বলেন, ‘এরকম একজন ক্রিকেটার যার দেশের ক্রিকেটের জন্য এত অর্জন তার বিদায়টা দেশেই সুন্দরভাবে হোক। যেহেতু তিনি দেশে বিদায় নিতে চাচ্ছেন।’

আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে সেটিই হতে পারে সাকিবের সাদা পোশাকে শেষবার মাঠে নামা।


আরো সংবাদ



premium cement
একযোগে পুলিশের ঊর্ধ্বতন ৩০ কর্মকর্তা বদলি জয়দেবপুর-ঈশ্বরদী ডাবল লাইন রেলের নকশা জানুয়ারিতে চট্টগ্রামে সাবেক এমপি মোস্তাফিজুরসহ ৬৭ জনের নামে মামলা জ্বালানি সচিব নূরুল আলমকে ওএসডি করে নতুন সচিব নিয়োগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের খেলার ব্যাপারে আশাবাদী পাকিস্তান ২৪ অক্টোবর ওলামা মাশায়েখ ও সুধী সম্মেলন করবে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ ঘরের মাঠে সাকিবের অবসরের ভাল সুযোগ আছে : ফারুক গ্লোবাল লিগে বরিশালের অনীহা, খেলতে যাচ্ছে রংপুর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী রুকমীলার দেশত্যাগে নিষেধাজ্ঞা মাসুদ-শফিকের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে পাকিস্তান ‘বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক ভিসি হতে চান, পড়াতে চান না’

সকল