০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

বাংলাদেশের বিপক্ষে টস জিতল ভারত

বাংলাদেশের বিপক্ষে টস জিতল ভারত - সংগৃহীত

প্রায় ১৪ বছর পর ক্রিকেট উত্তেজনায় পুড়ছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের গোয়ালিয়র। ২০১০ সালের পর ক্রিকেট ফিরল সেখানে। একই সাথে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামের প্রথমবারের মতো হলো কোনো আন্তর্জাতিক ম্যাচের টস।

স্বাগতিক অধিনায়ক সূর্য কুমারের সাথে এমন ইতহাস গড়া মুহূর্তের সাক্ষী হলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও টস ভাগ্য সায় দেয়নি। টসে হেরে আগে ব্যাট করবে টাইগাররা।

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ রোববার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসানের বিদায়ের পর যা টাইগারদের প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

তিন পেসার আর দুই উইকেট স্পিনার দিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অভিষেক হয়নি রাকিবুল হাসানের। তবে প্রায় দু’বছর পর একাদশে ফিরেছেন পারভেজ ইমন।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, পারভেজ ইমন, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।


আরো সংবাদ



premium cement

সকল