০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬
`

ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ

ভারতের বিপক্ষে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ - সংগৃহীত

ভারত বিশ্বচ্যাম্পিয়ন। অন্যদিকে বাংলাদেশ সুপার এইটেই খুঁজেছিল সুখ। স্বর্নালী ইতিহাস আছে ভারতের, পরিসংখ্যানেও আধিপত্য তাদের। সেখানে টাইগাররা পথ খুঁজছে এখনো নতুন শুরুর। দু’দলের মাঝে যোজন যোজন পার্থক্য থাকলেও একটা জায়গায় বেশ এগিয়ে বাংলাদেশ। তা হলো অভিজ্ঞতা।

রোববার থেকে শুরু হয়ে যাওয়া সিরিজের দিকে তাকালে যা স্পষ্ট। যেখানে বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের ম্যাচ সংখ্যা ৬৪৪, সেখানে ভারতের ৩৮৯।

দুই ম্যাচের টেস্ট সিরিজের পর স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। আজ রোববার সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে দু’দল। গোয়ালিয়রে খেলা শুরু সন্ধ্যা ৭টায়।

অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। ভারতের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর টি-টোয়েন্টিতেও যেন আত্মবিশ্বাস কমের দিকে। সাকিব আল হাসান না থাকায় দলটা আছে আরো বেশি চাপে। একাদশ নিয়েও দেখা দিয়েছে দ্বিধা।

কেমন হবে বাংলাদেশের একাদশ, তা নিয়ে কৌতূহল সবার মনে। বিশেষ করে সাকিব আল হাসানের অনুপস্থিতি পূরণ করা হবে কিভাবে, তাই এখন বড় প্রশ্ন। তাছাড়া ইনিংস উদ্বোধনে লিটন দাসের সাথী কে হবেন, তা নিয়েও ভাবতে হবে।

লিটন দাস যে একাদশে থাকছেন তা নিশ্চিত। তবে তার সাথে তানজিদ তামিম বা পারভেজ ইমনের কেউ থাকতে পারেন। তবে বর্তমান ছন্দ অনুযায়ী ইমনই এগিয়ে থাকবেন। তিনে নাজমুল হোসেন শান্ত থাকছেন, চার নম্বরে জায়গা হতে পারেন তাওহীদ হৃদয়ের।

পাঁচে মাহমুদউল্লাহ রিয়াদ আর ছয়ে মেহেদী মিরাজ খেলবেন সাকিবের বদলে। সাতে জাকের আলির সুযোগ হলে আটে রিশাদ হোসেন, নয়ে মোস্তাফিজুর রহমান ও দশে খেলতে পারেন তানজিম সাকিব। তবে শেষ জায়গাটা পেসার না স্পিনারের, তা নিয়ে ভাবতে হবে।

পেসার হলে জায়গাটা তাসকিন আহমেদ নিতে পারেন। তবে স্পিনার হলে লড়াই হবে নতুন ডাক পাওয়া রাকিবুল হাসান ও শেখ মেহেদীর মাঝে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, পারভেজ ইমন, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব।


আরো সংবাদ



premium cement
মুন্সীগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, যুবলীগ কর্মীসহ সহযোগীরা পলাতক বাংলাদেশের বিপক্ষে টস জিতল ভারত অবিলম্বে শ্রম আইন সংশোধন করতে হবে : মুয়াযযম হোসাইন হেলাল ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে স্পেন প্রবাসীরা নোবেল পুরস্কার ২০২৪ : কবে কোন ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হবে পীরগাছায় তিস্তার ভাঙনে নিঃস্ব হলো ৪০ পরিবার খোরশেদ আলমকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বাতিল সিলেটে যৌথবাহিনীর অভিযানে বালুর নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার কাঁঠালিয়ায় জাল টাকা বহনের দায়ে এক নারীকে ৫ বছরের কারাদণ্ড রাজবাড়ীতে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু অবিলম্বে শ্রম আইন সংশোধন করতে হবে : মুয়াযযম হোসাইন হেলাল

সকল