০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ

জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করল বাংলাদেশ - ছবি : সংগৃহীত

প্রথম প্রস্তুতি ম্যাচে হোচট খেলেও ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়েই শেষ করেছে প্রস্তুতি। সব মিলিয়ে বেশ আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল।

আগের দিন দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ৩৩ রানে হেরেছিল বাংলাদেশ দল। সোমবার একই ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে ২৩ রানের জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪০ রান তুলে বাংলাদেশ। তাড়া করতে নেমে টাইগ্রেস বোলারদের তোপে পড়ে পাকিস্তান। ১৮.৪ ওভারে কোনোরকমে ১১৭ রানে অলআউট হয় পাকিস্তানের মেয়েরা।

জয় পেলেও আক্ষেপ ঠিকই থেকে যাচ্ছে। ব্যাট হাতে তৃপ্ত করতে পারেননি জ্যোতিরা। বড় ইনিংস আসেনি কারো থেকে। রান এসছে যৌথ প্রচেষ্টায়। সর্বোচ্চ ইনিংস স্বর্ণার, ১৭ বলে ২৮ রান করেন তিনি।

৩৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দিলারা ১০ রান করে ফিরে যান। এরপর ওয়ান ডাউন ব্যাটার সোবহানা মোস্তারি ১৫ রানের বেশি করতে পারেননি। একপ্রান্ত আগলে রেখে ২৩ রানের ইনিংস খেলেন রানী।

এরপর অধিনায়ক নিগার সুলতানার ১৮, তাজ নাহারের ১৭ রানে লড়াইয়ের সাহস পায় বাংলাদেশ। বাকি কাজটা সারেন স্বর্ণা আক্তার। তাতে ১৪০ নাগাদ পৌঁছায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে শুরু থেকেই কাঁপতে থাকে পাকিস্তান। তাদের হাঁসফাঁস করতে বাধ্য করিয়েছেন বাংলাদেশের বোলাররা। সাথে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিলে বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি পাকিস্তান।

মারুফা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান ও স্বর্ণা আক্তার নেন দুটি করে উইকেট একটি উইকেট পান নাহিদা আক্তার। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন ওমাইমা সোহেল।

আর দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে ওপেনার গুল ফিরোজার ব্যাট থেকে। ১১৭ রানেই অল আউট হয়ে যায় পাকিস্তান।


আরো সংবাদ



premium cement