২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

শান্ত-মুমিনুলের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

- ছবি : নয়া দিগন্ত

প্রথম সেশন একেবারে হাতছাড়া হয়নি বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তর ব্যাটে প্রতিরোধ গড়ে চলছে এগিয়ে যাবার চেষ্টা। খানিকটা স্বস্তি নিয়েই মধ্যাহ্নভোজে টাইগাররা। মুমিনুল হকও দিচ্ছে সঙ্গ।

শুক্রবার কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। গ্রিনপার্কে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা। বৃষ্টি বাঁধায় যদিও খেলা শুরু হয় এক ঘণ্টা পরে, বেলা ১১টায়।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে পরিবর্তন অনুমেয়ই ছিল। কানপুর টেস্টে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। নাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ব্যাট করতে নেমে প্রথম দিনের সকালটা ভালো যায়নি বাংলাদেশের। ৮ দশমিক ৩ ওভারে মাত্র ২৬ রানে ভাঙে উদ্বোধনী জুটি। জাকির হাসান ফেরেন ২৪ বল খেলে কোনো রান না করেই! আকাশ দ্বীপের শিকার হন তিনি।

তাতেই টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বল খেলে ০ রানে আউট হওয়ার তালিকায় চতুর্থ স্থানে উঠে গেছে তার নাম। সবার আগে আছেন মঞ্জুরুল ইসলাম। ২০০২ সালে ৪১ বল খেলে ০ রানে ফেরেন তিনি।

জাকির ফেরার পর ফেরেন সাদমানও। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তিনি। আকাশ দ্বীপের বলে এলবিডব্লুর ফাঁদে ফেলেন তিনি। ভালো শুরু করেও ৩৬ বলে ২৪ রানে আউট ফেরেন সাদমান।

২৯ রানে ২ উইকেট হারানোর পর মুমিনুল হককে সাথে নিয়ে হাল ধরার চেষ্টা করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিরতির আগ পর্যন্ত বেশ ভালোভাবেই সামলে দিয়েছেন দুইজনে।

তাদের ইতিবাচক ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে থাকে বাংলাদেশ। দলীয় ৫০ পেরিয়ে গেছে সফরকারীরা। মধ্যাহ্নভোজের আগে স্কোরবোর্ডে এসেছে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৪ রান।

শান্ত ও মুমিনুলের জুটিতে এসেছে ৪৩ রান। শান্ত ৪৮ বলে ২৮ ও মুমিনুল ব্যাট করছেন সমান সংখ্যক বলে ১৭ রানে।


আরো সংবাদ



premium cement