২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বিপিএল নিয়ে মিলল সুখবর, আসছে নতুন ৩ দল

বিপিএল নিয়ে মিলল সুখবর, আসছে নতুন ৩ দল - সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে চমক আসছে, ক্রিকেট পাড়ায় আগেই শোনা গেছে। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণাও। নতুন আসরে আসছে নতুন তিন ফ্রাঞ্চাইজি। থাকছে না সর্বোচ্চ শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বসেছিল পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সভা। যেখান থেকে এসেছে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত। তবে আলোচনার কেন্দ্রে ছিল বিপিএল আয়োজন।

চলতি বছরের শেষদিকে বিপিএলের একাদশ আসর মাঠে গড়াবে। বিসিবির নতুন পরিচালনা পর্ষদের অধীনে এবারই প্রথম হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। বরাবরই বিতর্কের জন্ম দেয়া এই আসরকে এবার নতুন করে সাজাতে চায় বিসিবি।

টুর্নামেন্টটি সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন পরিচালকরা। সভা শেষে সাংবাদিক সম্মেলনে যার সারসংক্ষেপ পরিকল্পনা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বিসিবি প্রধান বলেন, ‘বিপিএল নিয়ে আলাপ করেছি। দলে তিনটা পরিবর্তন হয়েছে। নিয়মকানুনের কিছু ব্যাপার ছিল, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। এক-দুই দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।’

কোন কোন ফ্রাঞ্চাইজিতে পরিবর্তন আসছে তাও খানিকটা খোলাসা করেন ফারুক। তিনি বলেন, ‘আগের কুমিল্লা, দুর্দান্ত ঢাকা, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবারের বিপিএলে থাকছে না। কয়েক আসর আগে খেলা রাজশাহী অবশ্য ফিরছে। আর নতুন ব্যবস্থাপনায় আসছে ঢাকা ও চট্টগ্রাম।’

তিনি আরো বলেন, ‘ঢাকার নাম হতে পারে ঢাকা নবাব। আর চট্টগ্রামের একটা পুরনো ফ্র্যাঞ্চাইজি ফিরেছে, যারা প্রথম অথবা দ্বিতীয় আসরে খেলেছে। রাজশাহীর একটা দল খেলতে ইচ্ছা পোষণ করেছে। আমরা তিনটা দলকে নির্বাচন করেছি।’

এদিকে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনিশ্চয়তায় পড়ে যায় বিপিএলের ভাগ্য। ঠিক কবে শুরু হবে এই আসর, তা নিয়েও ছিল সংশয়। তবে ফারুক আহমেদ জানালেন বিপিএল শুরু ও ড্রাফটের সময়। তিনি বলেন, ‘ড্রাফট হবে ১৪ অক্টোবর এবং আসর শুরু হবে ২৭ ডিসেম্বর।’


আরো সংবাদ



premium cement
সম্ভাবনাময় মিরসরাইয়ের পর্যটন শিল্প, প্রয়োজন উদ্যোগের দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে মানুষ আর গ্রহণ করবে না : মুহাম্মদ তাহের বাংলাদেশ ইউরোপের সমর্থনের ওপর নির্ভর করতে পারে : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট কানপুর টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের পোরশার দুয়ারপাল সীমান্তে ২ বাংলাদেশীকে আটক করলো বিএসএফ ইলিশ স্বল্পতা ও রেকর্ড দামের মধ্যে ভারতে রফতানির কারণ কী? একাত্তর-সহ যেসব বিষয় ভারত-ইরান সম্পর্কে প্রভাব ফেলেছে আজ বিশ্ব পর্যটন দিবস ৬ বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে : আবহাওয়া অফিস অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাফিক জ্যাম বাংলাদেশের বিপ্লবী আইকন আবু সাঈদ : মাহমুদুর রহমান

সকল