২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পরের টেস্টে সাকিবের থাকা নিয়ে যা বললেন শান্ত

সাকিব আল হাসান - ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান রানে নেই অনেক দিন, বল হাতেও রাখতে পারছেন না তেমন প্রভাব। ভারতের সাথে চেন্নাই টেস্টে দলে থেকেও যেন ছিলেন দর্শক হয়ে। ক্রিকেট পাড়ায় তাই গুঞ্জন, তবে কী ফুরিয়ে গেছেন সাকিব? প্রশ্নের উত্তর দিলেন নাজমুল হোসেন শান্ত।

ভারতের কাছে লজ্জার বড় হার। যেখানে হারের চেয়েও তিক্ত হারের ধরন। স্বাগতিকদের কাছে চেন্নাই টেস্টে যেন পাত্তাই পায়নি টাইগাররা। অনেকটা অসহায় আত্মসমর্পণ। ২৮০ রানের হার তো সেই কথাই বলে।

এমন হারের পর স্বাভাবিকভাবেই দলে থাকা অনেককে নিয়েই প্রশ্ন উঠেছে। কথা হচ্ছে অনেকের পারফরম্যান্স নিয়ে। তবে তাদের সবার ভিড়ে প্রশ্ন হলো সাকিব আল হাসানকে নিয়েও। তাকে একাদশ থেকে বাদ দেয়ার প্রশ্ন উঠে গেল সংবাদ সম্মেলনে!

অবশ্য হবারই কথা। সাকিবরা খারাপ সময়ে আটকা পড়েন ঠিক আছে। তবে এক টেস্টের চার ইনিংসেই ব্যাটে-বলে সাকিব ব্যর্থ, এমনটা হয়তো সমর্থকরা খুব কমই দেখেছে। ফলে কানপুরে সিরিজের পরবর্তী টেস্টে সাকিবের থাকা নিয়ে উঠে গেল প্রশ্ন।

ম্যাচ শেষে চেন্নাই টেস্টে সাকিবের অবদান কী- এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি, কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না। দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। দেখি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না।’

এই নীতি যে শুধু সাকিবের ক্ষেত্রে না, তাও বলেন নাজমুল শান্ত। ‘অনেকে ভাবতে পারে, সাকিব ভাই দেখে আমি বলছি। তবে এ রকম না। নাহিদ রানা থেকে শুরু করে মুশফিক ভাই, সবার জন্যই আমি একই জিনিস দেখার চেষ্টা করি।’

এদিকে ম্যাচ চলাকালীন সময়েই ছড়িয়ে পড়ে যে, চোটে ভুগছেন সাকিব। হাতে সার্জারি নিয়েই খেলছেন চেন্নাই টেস্ট। ফলে সৃষ্টি হয় বিতর্কের। যা নিয়ে কথা বলেছেন শান্ত। বলেন, ‘আঙুলের যে ব্যাপারটা, টেপ পেচানো ছিল। সবশেষ যখন ওইখানে বল লেগেছিল তখন থেকেই রক্ত বের হচ্ছিল। এছাড়া আর কিছু নয়।’


আরো সংবাদ



premium cement
অঘোষিত আয়না ঘরে ১৬ বছর বন্দি ছিলাম : শাহজাদা মিয়া হাসপাতালের চিত্র বলতে গিয়ে কান্নায় আপ্লুত মুশফিকুল ফজল আনসারী বিএনপি নেতাদের সাথে ভারতের হাইকমিশনারের যা কথা হলো রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার বিষয়টি গুজব’ পার্বত্য এলাকায় সহিংসতায় আহতদের পাশে রাঙ্গামাটি জামায়াত আমাদের সরকারি পর্যায়ে নীরবতার দিন শেষ, ভারতকে উদ্দেশ করে রিজওয়ানা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি, প্রোভিসি ও কোষাধ্যক্ষ নিয়োগ শ্রীপুরে ঝুটের গোডাউনে আগুন ২১ দিনে রেমিট্যান্স এসেছে ১৬৩ কোটি ডলার ‘ফারাক্কা বাঁধের কারণে সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়েছে’

সকল