২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বাংলাদেশের বিপক্ষে ৩০৮ রানের লিড ভারতের

বাংলাদেশের বিপক্ষে ৩০৮ রানের লিড ভারতের - সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সফরকারী বাংলাদেশের বিপক্ষে ভারত লিড পায় ২২৭ রানের। এরপর দ্বিতীয় ইনিংসে ৮১ রানে ৩ উইকেট হারিয়ে ৩০৮ রানের লিড পায় রোহিত শর্মারা।

দ্বিতীয় ইনিংসে ভারত রোহিত, যশস্বি জয়সওয়াল ও বিরাট কোহলির উইকেট হারিয়েছে। তাসকিনের বলের বাউন্স আন্দাজ করতে পারেননি। সেই বল রোহিতের ব্যাটে লেগে চলে যায় স্লিপে দাঁড়ানো জাকির হাসানের হাতে। ৫ রান করে আউট রোহিত। এরপর নাহিদ রানার বলে আউট হন জয়সওয়াল। অফ স্টাম্পের বাইরের বল ব্যাটে লেগে চলে যায় লিটন দাসের হাতে। পরে মেহেদির বলে এলবিডব্লিউ হন বিরাট।

এর আগে ভারতের ৩৭৬ রানের জবাবে ১৪৯ রানে অলআউট হয় সফরকারী বাংলাদেশ। ফলে ফলো-অনে পড়ে টাইগাররা।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪০ রানের মধ্যে ৫ উইকেট হারায় বাংলাদেশ।

সাদমান ইসলাম ২, জাকির হাসান ৩, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০, মোমিনুল হক শূন্য ও মুশফিকুর রহিম ৮ রান করেন।

ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন সাকিব আল হাসান ও লিটন দাস।

সাকিব ৩২ ও লিটন ২২ রানে আউট হন। ৯২ রানের মধ্যে সাকিব-লিটন ফেরার পর টেল-এন্ডারদের নিয়ে বাংলাদেশের রান দেড় শ’র কাছাকাছি নিয়ে যান মেহেদি হাসান মিরাজ। শেষ পর্যন্ত ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

মিরাজ ২৭ রানে অপরাজিত থাকলেও ১১ রান করে আউট হন তাসকিন আহমেদ ও নাহিদ রানা। ভারতের জসপ্রিত বুমরাহ চারটি, আকাশ দিপ, মোহাম্মদ সিরাজ ও রবিন্দ্র জাদেজা দুটি করে উইকেট নেন।

এর আগে চেন্নাই টেস্টের নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। তাছাড়া ৮৬ রান এসেছে রবিন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান। তাছাড়া ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।

দ্বিতীয় দিনের শুরুতেই রবিন্দ্র জাদেজাকে সাজঘরের পথ দেখিয়েছেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানিয়েছেন তিনি। নতুন ব্যাটার হিসেবে উইকেটে আশা আকাশ দিপকেও নিজের শিকার বানিয়েছেন এই ডানহাতি পেসার। শান্তকে ক্যাচ দিয়ে ১৭ রানে ফেরেন আকাশ দীপ।

এর আগে, সাকিব আল হাসান ভুলে ব্যক্তিগত ৮ রানে জীবন পান আকাশ। স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা সাকিব খানিকটা পিছিয়ে বলের নাগালও পেয়েছিলেন তবে হাতে জমাতে পারেননি।

দিনের তৃতীয় উইকেটও গেছে তাসকিনের ঝুলিতে। ইনিংসের ৯১তম ওভারের পঞ্চম বলটি অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে করেছিলেন তাসকিন। সেখানে জায়গায় দাঁড়িয়ে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন অশ্বিন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১৩ রান।

ইনিংসের শেষ উইকেট নিয়ে নিজের ফাইফার পূরণ করেছেন হাসান। ৯২তম ওভারের দ্বিতীয় বলে হাসানের অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে ধরা পড়েন বুমরাহ। এই উইকেটের মাধ্যমে ব্যাক টু ব্যাক ইনিংসে ৫ উইকেট শিকার করেন হাসান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন হাসান। এরপর চেন্নাইয়ে ভারতের প্রথম ইনিংসে ৮৩ রানে নিলেন ৫ উইকেট। ভারতের মাটিতে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট পান হাসান।


আরো সংবাদ



premium cement
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত চুয়াডাঙ্গায় মাদক কারবারে বাধা দেয়ায় ৪ জনকে কুপিয়ে জখম সুইসাইড নোটে ঋণের কথা লিখে বিমানকর্মকর্তার আত্মহত্যা যুক্তরাষ্ট্রে স্বর্ণের দাম রেকর্ড ২৬০৯ ডলার ছাড়িয়েছে আলেমদের সাথে জুলুম করার কারণে আ’লীগের এই পরিণতি হয়েছে : আব্দুল হালিম এক বছরের মধ্যে লেবাননে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরাইলের ৭২ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস ঢাবিতে ‘দলীয় রাজনীতি’ বন্ধ হলে সমন্বয়করা কি কার্যক্রম চালাতে পারবে? শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

সকল