২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ

ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ - সংগৃহীত

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রানের জবাব দিতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারী বাংলাদেশ। এই মুহূর্তে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ ১৩০ রান।

আইসিসির নিয়ম অনুযায়ী, ৫ দিনের টেস্ট ম্যাচে কোনো দল যদি প্রথম ইনিংসে ২০০ বা তার চেয়ে বেশি রানের লিড পায় তাহলে প্রতিপক্ষকে ফলো-অন করাতে পারে। তাই চলমান চেন্নাই টেস্টে ফলো অন এড়াতে হলে বাংলাদেশকে প্রথম ইনিংসে অন্তত ১৭৭ রান করতে হবে।

শুক্রবার দ্বিতীয় দিন ভারতের ইনিংস শেষ হওয়ার পর ব্যাট হাতে নেমে ৪০ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সাদমান ইসলাম ২, জাকির হাসান ৩, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২০, মোমিনুল হক শূন্য ও মুশফিকুর রহিম ৮ রান করেন।
ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন সাকিব আল হাসান ও লিটন দাস। কিন্তু পরপর দুই ওভারে স্পিনার রবীন্দ্র জাদেজার শিকার হন সাকিব ও লিটন। সাকিব ৩২ ও লিটন ২২ রান করেন।

সাকিব-লিটনের পর ব্যক্তিগত ৯ রানে আউট হন হাসান মাহমুদ। ১৯ রানে অপরাজিত আছেন মিরাজ। তাকে সঙ্গ দিচ্ছেন তাসকিন আহমেদ, সংগ্রহ ১১ রান।

ভারতের জসপ্রিত বুমরাহ ৩টি, আকাশ দীপ ও জাদেজা ২টি করে উইকেট নেন।

এর আগে, দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের বোলিং নৈপুন্যে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিক ভারত। দলের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন ১০২ ও রবীন্দ্র জাদেজা ৮৬ রান করেন।
বল হাতে বাংলাদেশের হাসান ৮৩ রানে ৫ এবং তাসকিন ৫৫ রানে ৩ উইকেট নেন। ৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বার এবং ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টের এক ইনিংসে ৫ উইকেট নেন হাসান মাহমুদ।


আরো সংবাদ



premium cement
দৌলতদিয়ায় ২৬টি অটোরিকশাসহ চোর চক্রের প্রধান গ্রেফতার ‘জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়’ ফিলিস্তিনি নারীদের ধর্ষণের জন্য ইসরাইলে কারাগার! অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে ভারতে ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব নিয়ে কেন এত বিতর্ক তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টার মিডিয়া উইং ১৪৯ রানে অলআউট বাংলাদেশ ভারতের মাটিতে ইতিহাস লিখলেন হাসান মাহমুদ চুয়াডাঙ্গায় ড্রাগন বাগানে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যুক্তরাষ্ট্রে বিচারককে হত্যার দায়ে এক শেরিফ গ্রেফতার বাড়িতে আশ্রয় নেয়া তরুণকে বাঁচাতে এসিডে ঝলসে গেল ২ নারী

সকল