২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ঘুরে দাঁড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে ভারত

ঘুরে দাঁড়িয়ে মধ্যাহ্ন বিরতিতে ভারত - ছবি : সংগৃহীত

ঘুরে দাঁড়িয়ে ভালো অবস্থান নিশ্চিত করেই মধ্যাহ্ন বিরতিতে গেছে ভারত। যশস্বী জয়সাওল আর ঋষভ পন্থ ধরেছেন ইনিংসের হাল। শুরুর ধাক্কা সামলে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে তুলেছেন দু’জনে। ২৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান।

অবশ্য দিনের শুরুটা ছিল বাংলাদেশের। দলকে দারুণ শুরু এনে দেন হাসান মাহমুদ। তার আগুনে ভাঙন ধরে ভারতের ইনিংসে। কাঁপিয়ে দেন রোহিত-কোহলিদের। মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারায় ভারত। তিনটা উইকেটই নেন হাসান।

বল হাতে আক্রমণের শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ইনিংসের চতুর্থ ওভারেই প্রথম সাফল্য পেতে পারতো বাংলাদেশ। হাসানের করা গুড লেংথের বল সোজা আঘাত করেছিল রোহিতের প্যাডে।

অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। ফলে টাইগাররা রিভিউ নিলে দেখা যায় বল অফ স্টাম্পের বাইরে পিচ করে লাইনের মধ্যেই ইম্প্যাক্ট করেছিল। এমনকি উইকেটে হিটিংও করে। তবে আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান রোহিত।

তবে পরের ওভারেই বোলিংয়ে এসে সেই রোহিতকে ফিরিয়েই বাংলাদেশকে প্রথম উইকেটের স্বাদ দিয়েছেন হাসান। অফ স্টাম্পের বাইরের বলে রোহিত ক্যাচ দিয়েছেন স্লিপে শান্তর হাতে। ফলে শেষ হয়েছে রোহিতের ৬ রানের ইনিংস।

পরের ওভারে এসে তিনে ব্যাট করতে নামা শুভমান গিলকেও আউট করেছেন হাসান। লেগ সাইডে খেলতে গিয়ে এজ হয়ে লিটন দাসকে ক্যাচ দিয়েছেন গিল। ৮ বল খেলেও রানের খাতাই খুলতে পারেননি তিনি।

এখানেই শেষ নয় হাসান ঝলকের। ১০ম ওভারে বল হাতে নিয়ে ফেরান ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে। বিরাট কোহলিকেও দেখান সাজঘরের পথ। হাসানের বলে লিটনকে ক্যাচ দিয়ে কোহলি ফেরেন মাত্র ৬ রানে।

এরপর পর থেকে ৫৪ রানের জুটি গড়ে ইনিংসের হাল ধরেছেন ঋষভ পন্ত ও জশস্বী জয়সাওয়াল। জয়সাওয়াল ৩৭ ও পন্ত ব্যাট করছেন ৩৩ রানে।

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাতেই বিরল এক কীর্তি গড়েছেন বাংলাদেশ অধিনায়ক।

চেন্নাইয়ের এম এ চিদাম্বারাম স্টেডিয়ামে গত ৪২ বছরেরর ইতিহাসে এই প্রথম কোনো অধিনায়ক টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। মাঝে ২০টি টেস্ট অনুষ্ঠিত হলেও এমন সাহসী সিদ্ধান্ত নিতে পারেননি আর কোনো অধিনায়ক।


আরো সংবাদ



premium cement