১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

তিন পেসার-দুই অলরাউন্ডার নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ

তিন পেসার-দুই অলরাউন্ডার নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ - ছবি : সংগৃহীত

গত দুই যুগে যা পারেনি বাংলাদেশ, সেই আরাধ্য টেস্ট জয়ের লক্ষ্যে ভারতের মুখোমুখি সাকিব-মুশফিকরা। সাদা পোশাকে ভারতের বিপক্ষে প্রথম জয়ের খোঁজে টাইগাররা।

চেন্নাইয়ের এম চিদারম্বর স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। তার আগে হয়েছে টস। আর টসে জিতে স্বাগতিকদেরই আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দল একাদশে পরিবর্তন আনেনি। তিন পেসারের সাথে দুই স্পিনার নিয়েই সাজিয়েছে একাদশ। তাসকিন আহমেদ, নাহিদ রানার সাথে আছেন হাসান মাহমুদ। স্পিনের দায়িত্ব থাকছে সাকিব আল হাসান আর মেহেদী মিরাজের কাঁধেই।

ওয়ানডে বা টি-টোয়েন্টিতে, দু’দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও টেস্টে তা বিরল। ভারতের কাছে এখনো পাত্তাই পায়নি টাইগাররা। ১৩ টেস্টে নেই কোনো জয়। দুটি ড্র বড় পাওয়া।

তবে এবার অবিশ্বাস্য কিছু করার লক্ষ্যেই ভারতে পা রেখেছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাই করার আত্মবিশ্বাস যেখানে বড় অনুপ্রেরণা।

বাংলাদেশ একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।


আরো সংবাদ



premium cement