১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে ছোট ভাইয়ের লাশ আনতে গিয়ে বড় ভাইয়ের মৃত্যু

- ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওমান প্রবাসী ছোট ভাইয়ের লাশ আনতে যাওয়ার পথে স্ট্রোক করে মারা যায় বড় ভাই।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে ছোট ভাইয়ের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, উপজেলার জয়াগ ইউনিয়নের আনন্দী গ্রামের পাটোয়ারী বাড়ি সিদ্দীক উল্যাহ মিয়ার ছেলে তাজুল ইসলাম গত ২০ বছর ধরে ওমানের প্রবাস জীবন কাটায়। গত পাঁচ দিন আগে তাজুল (৫৩) ওমানে স্ট্রোক করে মারা যান। শুক্রবার ১২ জুলাই সকালে তার লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। তার লাশ গ্রহণ করার জন্য বড় ভাই দ্বীন ইসলাম (৫৯) দু’দিন আগে ঢাকা যাওয়ার পথে বাসের মধ্যে স্ট্রোক করে গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বৃহস্পতিবার দুপুরে বড় ভাইয়ের জানাজা শেষে উপজেলার জয়াগ ইউনিয়নের আনন্দীপুর গ্রামের সরওয়ার্দী পাটোয়ারী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাজুল ইসলামকে ১২ জুলাই শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্তানে দাফন করা হয়।


আরো সংবাদ



premium cement