১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কলার কাঁদি ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু, আটক ৪

কলার কাঁদি ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু, আটক ৪ - প্রতীকী ছবি

কলার কাঁদি ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই শফিকুল ইসলাম (৫০) মারা যাওয়ায় চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরআগে, দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের অবিলের বাজারে এ ঘটনা ঘটে।

শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত্যু সাহাব উদ্দিনের বড় ছেলে।

আটক ব্যক্তিরা হলেন হেলালী বেগম (২০), আলিফা বেগম (৪০), মাসুম (২৫), আশরাফুল (১৭)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছোট ভাই দুলু মিয়া (৪৫) শুক্রবার দুপুরে কলা গাছ কেটে একটি কলার কাঁদি বাড়িতে নিয়ে আসে। এ সময় বড় ভাই শফিকুল ইসলাম কলার কাঁদিটি তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে বলে। কিন্তু দুলু মিয়া কলার ভাগ কাউকে না দেয়ার কথা বললে, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই দুলু মিয়া লাঠি দিয়ে বড় ভাইকে সজোরে মাথায় আঘাত করে। শফিকুল ইসলাম মাঠিতে পড়ে গেলে তার স্ত্রী মহছিনা বেগম স্বামীকে বাঁচাতে আসে। তাকেও লাঠি দিয়ে উপুর্যপরী পিটান তিনি। এলাকাবাসী ওই দম্পত্তিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই দিন রাত ২টার শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্ত্রী মহছিনার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement