ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত
- ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
- ১৫ নভেম্বর ২০২০, ১৭:৩৪
ঈশ্বরদীতে এক সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাশে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইন্সস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরদী–পাবনা মহাসড়কের বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইন্সস্টিটিউটের সামনে পাবনা থেকে ছেড়ে আসা একটি বাস বাইসাইকেল আরোহী মজিবর রহমানকে (৫৫) পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেল থেকে ছিটকে পড়ে গুরতর আহত হন।
পরে সাথে সাথে স্থানীয় জনসাধারণ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দমকল বাহিনী মজিবরকে ঈশ্বরদী হাসপাতালে নিলে সেখানেই তার মৃত্যু হয়। নিহত মজিবরের বাড়ি ঈশ্বরদীর চর মিরকামারী মাথালপাড়ায়। তিনি পেশায় একজন কাঠ ব্যবসায়ী।
এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দীন জানান, সড়ক দুর্ঘটনায় একজন কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য পাবনা পাঠানোর প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা