১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

মুন্সীগঞ্জে সজল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

- ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জে ছাত্র-জনতার সাথে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে সজল নামে এক শ্রমিককে হত্যার মামলায় মহাকালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: রিয়াজুল ইসলাম বিরাজকে (৭৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

রিয়াজুল ইসলাম মহাকালী ইউনিয়নের মরহুম শাহ আলম এর ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় সজল নামে এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় তার নানি মুন্সীগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলায় করেন। এই মামলায় মহাকালী ইউপির সাবেক চেয়ারম্যান মো: রিয়াজুল ইসলাম আসামি ছিলেন। সোমবার দুপুরের দিকে ছাত্র-জনতা তাকে আটক করে থানায় নিয়ে গেলে পুলিশ তাকে গ্রেফতার দেখায়।

সজল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্দিক বলেন, ‘স্থানীয় ছাত্র-জনতার সহায়তায় সোমবার তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যহত থাকবে।’

সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সজিব দে বলেন, ‘জনগণের সহায়তায় রিয়াজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় মুন্সীগঞ্জে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনটি হত্যা মামলা করা হয়।


আরো সংবাদ



premium cement